Connect with us

শেয়ার বাজার

এসভিবি এফেক্ট! হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স, নিফটি

দিনের প্রথম ভাগে মার্কিন স্টক ফিউচার থেকে ইঙ্গিত পেয়ে করে দুটি দেশীয় সূচক বেড়েছিল বটে, তবে বেলা গড়ানোর সঙ্গেই হুড়মুড়িয়ে নীচের দিকে নামতে শুরু করে।

Published

on

সপ্তাহের প্রথম কেনাবেচার দিনেই ভারতীয় শেয়ার বাজারের দুটি মূল ইক্যুইটি সূচক, সেনসেক্স এবং নিফটি-তে বড়ো পতন। স্টক বিক্রির হিড়িকের দরুণ গত শুক্রবারের মতোই এ দিনও নিম্নগামী দুই সূচক। মার্কিন সিলিকন ভ্যালি ব্যাঙ্কের (SVB) সঙ্কট দেখে ব্যাঙ্কিং শেয়ারগুলি সবচেয়ে বেশি চাপের মুখে। দিনের প্রথম ভাগে মার্কিন স্টক ফিউচার থেকে ইঙ্গিত পেয়ে করে দুটি দেশীয় সূচক বেড়েছিল বটে, তবে বেলা গড়ানোর সঙ্গেই হুড়মুড়িয়ে নীচের দিকে নামতে শুরু করে।

বিএসই সেনসেক্স (BSE Sensex) ৮৭৯ পয়েন্ট কমে ৫৮,২৩৭-এ শেষ হয়েছে। অন্যদিকে, এনএসই নিফটি ফিফটি (NSE Nifty Fifty) ২৫৯ পয়েন্ট কমে বাজার বন্ধের সময় থিতু হয়েছে ১৭,১৫৪-য়।

৩০ স্টকের সেনসেক্স প্ল্যাটফর্মে, টেকএম বাদে, বাকি ২৯টি লাল রঙে শেষ হয়েছে। টেকএম একমাত্র লাভের মুখ দেখেছে, যা ৬.৩৮ শতাংশ বেড়েছে। সবচেয়ে খারাপ অবস্থা ইন্ডাসইন্ড ব্যাঙ্কের, এ দিন ৭ শতাংশের বেশি পতন দেখেছে এই স্টক।

অন্যান্য স্টকের মধ্যে এসবিআই ৩ শতাংশেরও বেশি কমেছে। টাটা মোটরস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, বাজাজ ফিনসার্ভ, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং ইনফোসিস ২-৩ শতাংশের মতো কমেছে। উল্লেখযোগ্য ভাবে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, যা ১.৭ শতাংশ কমেছে।

এশিয়ান বাজারগুলির মধ্যে সাংহাই, হংকং এবং সিওল সবুজে শেষ হয়েছে, যেখানে টোকিও নীচে নেমে বন্ধ হয়েছে। ইউরোপীয় ইকুইটি বাজারগুলি বিকেলের বাণিজ্যে উল্লেখযোগ্য ক্ষতির মুখোমুখি হয়েছে।

প্রসঙ্গত, শেয়ার বাজারে ৬০ শতাংশ দর পড়ে যাওয়ার পরই সিলিকন ভ্যালি ব্যাঙ্কের ঝাঁপ ফেলে দেয় আমেরিকার নিয়ন্ত্রক সংস্থা। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে কার্যত সব শেষ হয়ে যায়। হুড়মুড়িয়ে সকলে বিনিয়োগ তুলে নেওয়াতেই এত বড় বিপর্যয় বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। অন্যদিকে, ব্যাঙ্কে গ্রাহকদের জমা অর্থের রক্ষার দায়িত্ব এখন ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশনের (FDIC) ওপর। এখনও যাঁদের এসভিবি-তে অ্যাকাউন্ট রয়েছে তাঁরা আতঙ্কে রয়েছেন। টাকা না পেয়ে তাঁরা আতঙ্কিত।

আরও পড়ুন: সিলিকন ভ্যালি ব্যাঙ্ককে ত্রাণ প্যাকেজ দিতে নারাজ মার্কিন সরকার!

Advertisement