শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জন্য সুখবর! ৫ দিনে সম্পদ বৃদ্ধি ১০.৪৩ লক্ষ কোটি টাকার বেশি

stock market

বিদেশি বিনিয়োগের ঢেউ অব্যাহত। বৈশ্বিক প্রবণতাও তুলনামূলক ভাবে স্থিতিশীল। শেষ কয়েক দিন ধরে শেয়ারবাজারের গতি উপরের দিকে থাকায় বিনিয়োগকারীদের সম্পদবৃদ্ধি ঘটেছে উল্লেখযোগ্য ভাবেই। পরিসংখ্যান বলছে, গত পাঁচ দিনে বিনিয়োগকারীদের সম্পদ বেড়েছে ১০.৪৩ লক্ষ কোটি টাকার বেশি।

সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, গত পাঁচটি কেনাবেচার দিনে (২৯ মার্চ থেকে ৬ এপ্রিল, মাঝে শেয়ারবাজার বন্ধের দিনগুলি বাদে) বিএসই-তে তালিকাভুক্ত সংস্থাগুলির বাজার মূলধন ১০,৪৩,২১৬.৭৯ কোটি টাকা বেড়ে পৌঁছেছে ২,৬২,৩৭,৭৭৬.১৩ কোটি টাকায়।

আসলে, শেষ পাঁচ দিন ধরে ৩০ শেয়ারের বিএসই সেনসেক্সের ঊর্ধ্বগতি ছিল যথেষ্ট আকর্ষণীয়। গত পাঁচটি ট্রেডিং সেশনে এই সূচক ২,২১৯.২৫ পয়েন্ট বা ৩.৮৫ শতাংশ বেড়েছে। বলে রাখা ভালো, চলতি সপ্তাহে, ইক্যুইটি বাজারগুলি মঙ্গলবার (৪ এপ্রিল) “মহাবীর জয়ন্তী” এবং শুক্রবার “গুড ফ্রাইডে”-এর কারণে বন্ধ ছিল। গত সপ্তাহে, বৃহস্পতিবার “রামনবমী” উপলক্ষেও শেয়ারবাজার বন্ধ ছিল।

বৃহস্পতিবার, অপ্রত্যাশিতভাবে মূল সুদের হার বা রেপো রেট অপরিবর্তিত রাখে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। তার পরেও বিএসই সেনসেক্স ১৪৩.৬৬ পয়েন্ট বা ০.২৪ শতাংশ বেড়ে ৫৯,৮৩২.৯৭-এ থিতু হয়েছিল। কেনাবেচা শুরুতে অনেকটা খাদে নামলেও পরবর্তীতে নিজেকে সামলে নিতে দেখা যায় নিফটি-ফিফটিকেও। ৪২.১০ পয়েন্ট বা ০.২৪ শতাংশ বেড়ে ৫০ স্টকের এই সূচক বন্ধ হয় ১৭,৫৯৯.১৫-তে।

বাজার বিশ্লেষকদের মতে, উন্নত বৈদেশিক তহবিল প্রবাহ এবং ইতিবাচক বৈশ্বিক ইঙ্গিতের মাধ্যমে ভারতীয় শেয়ারবাজারের অন্যতম সূচকগুলি বেড়েছে। স্থিতিশীল বৈশ্বিক ইঙ্গিত বিদেশি বিনিয়োগ বাড়ছে বলে ধরে নেওয়া যেতে পারে।

আরও পড়ুন: জিডিপি এবং মূল্যবৃদ্ধি নিয়ে স্বস্তিদায়ক অনুমান রিজার্ভ ব্যাঙ্কের, পরিস্থিতি কী বলছে

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.