আধার কার্ডে উল্লেখিত নাম, ঠিকানা, জন্ম তারিখ/বয়স, লিঙ্গ, মোবাইল নম্বর এবং ইমেল ঠিকানা অনলাইনে আপডেট করা যেতে পারে। কিন্তু রেটিনাল স্ক্যান, আঙুলের ছাপ এবং ফোটোগ্রাফের মতো বায়োমেট্রিক তথ্য শুধুমাত্র আধার কেন্দ্রগুলিতে আপডেট করা যায়।
আধার কার্ডে দেওয়া নিজের ছবি নিয়ে অস্বস্তি বোধ করেন অনেকেই। হতে পারে সেই ছবি কমবয়সের অথবা এমন ভাবে তোলা হয়েছে, যাতে নিজেকে চেনা মুশকিল হয়ে যায়। ফলে আপনার আধার কার্ডে প্রিন্ট করা ছবি যদি পছন্দ না হয়, সেটা আপনি বদলে নিতে পারেন। এর জন্যও নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। আসুন জেনে নেওয়া যাক ধাপে ধাপে।
আধার কার্ডে ফোটো আপডেট করবেন কী ভাবে
*ইউআইডিএআই (UIDAI) ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিন আধার আপডেট ফরম। পূরণ করুন। এই ফরমটি যেকোনো আধার তালিকাভুক্তি কেন্দ্রেও সহজেই পাওয়া যায়।
*ফরম নিয়ে আধার কেন্দ্রে যান। এটি জমা দিন এবং ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিস ক্যাপচারের মতো বায়োমেট্রিক বিবরণগুলি দিন।
*এর পর আপনার ছবি লাইভ ক্যাপচার করা হবে। আপডেট অনুরোধ নম্বরের রসিদ (ইউআরএন) তৈরি হবে। প্রক্রিয়া সম্পূর্ণ হতে ৯০ দিন পর্যন্ত সময় লাগতে পারে।
*আধার ডেটা আপডেট হয়ে গেলে, আপনি ইউআইডিএআই ওয়েবসাইট থেকে ই-আধার বা আধার কার্ডের ডিজিটাল কপি ডাউনলোড করে নিতে পারবেন।
মনে রাখবেন, ভবিষ্যতে কোনো সমস্যা এড়াতে আধার কার্ডে ঠিকানা-সহ অন্য তথ্যগুলিও আপডেট করে রাখা ভালো। এতে যেমন গুরুত্বপূর্ণ কোনো কাজে নথি হিসেবে আধার কার্ড নির্দ্বিধায় ব্যবহার করা সম্ভব, তেমনই কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেতে অসুবিধায় পড়তে হবে না। কী ভাবে আপডেট করবেন, জানুন নীচের লিঙ্ক ক্লিক করে-