ভবিষ্যতে কোনো সমস্যা এড়াতে আধার কার্ডে ঠিকানা আপডেট করে রাখা ভালো। এতে যেমন গুরুত্বপূর্ণ কোনো কাজে নথি হিসেবে আধার কার্ড নির্দ্বিধায় ব্যবহার করা সম্ভব, তেমনই কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেতে অসুবিধায় পড়তে হবে না।
ঘরে বসেই অনলাইনে আধার কার্ডের ঠিকানা আপডেট করা যায়। নির্দিষ্ট প্রক্রিয়া মেনে এটি আপনি নিজেই করে নিতে পারেন। চলুন, জেনে নেওয়া যাক, কী ভাবে আধারে ঠিকানা আপডেট করতে হয়?
আধার আপডেট করার প্রক্রিয়া
*আধার আপডেট পোর্টাল https://uidai.gov.in/ এ যান।
*আধার নম্বর, রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ওটিপি ব্যবহার করে লগইন করুন।
*এর পরে ঠিকানা পরিবর্তন করার অপশনটি সিলেক্ট করুন।
*এখানে আধার নম্বর লিখুন এবং ‘ওটিপি পাঠান’ অপশনে ক্লিক করুন।
*এর পর এখানে নতুন ঠিকানা লিখুন। এর জন্য প্রমাণও জমা দিতে হবে।
*প্রমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে ভাড়া চুক্তি, মোবাইল বিল, বিদ্যুৎ বিল এবং আবাসিক শংসাপত্র ইত্যাদি।
*এর পরে, আপডেটের বিজ্ঞপ্তি আপনার মোবাইল নম্বরে পেয়ে যাবেন।
আধার আপডেট করতে খরচ কত
আধার নিয়ন্ত্রক সংস্থা ইউআইডিএআই ইতিমধ্যেই ঘোষণা করেছে, ১৪ জুন পর্যন্ত অনলাইনে আধারের জন্য নথি আপডেট করার সুবিধা বিনামূল্যে মিলবে। ডিজিটাল ইন্ডিয়ার উদ্যোগে এই পরিবর্তন করা হয়েছে। আধারকার্ডধারীকে myAadhaar পোর্টালে বিনামূল্যে নথি আপডেট সুবিধার সুবিধা নিতে অনুরোধ করছেন কর্তৃপক্ষ।
বলে রাখা ভালো, আগে আধার পোর্টালে নিজের নথি আপডেট করতে ৫০ টাকা দিতে হতো। তবে অনলাইনে নথিগুলি বিনামূল্যে আপডেট করার জন্য পরবর্তী তিন মাস সময় দিয়েছে ইউআইডিএআই। অর্থাৎ, ১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত, আপনি বিনামূল্যে আপনার নথিগুলি আপডেট করতে পারেন।
আরও পড়ুন: নতুন আর্থিক বছরের প্রথম কেনাবেচার দিন, কেমন কাটল শেয়ার বাজারের