প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ফিক্সড ডিপোজিট (FD)-এর শেষ তারিখ বাড়িয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই (SBI)। এসবিআই উইকেয়ার সিনিয়র সিটিজেন এফডি (SBI WeCare FD) নামে এই বিশেষ ফিক্সড ডিপোজিট চালু করেছিল ২০২০ সালের ২০ মে। বিনিয়োগের সুবিধা মিলেছিল সেপ্টেম্বর পর্যন্ত। এর পরে, বিনিয়োগের শেষ তারিখ রাখা হয়েছিল ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত, যা এখন বাড়িয়ে ৩০ জুন, ২০২৩ করা হয়েছে।
এসবিআই ওয়েবসাইট অনুসারে, ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ এফডি চালু করেছে, যাতে নিশ্চিত রিটার্নের নিরাপত্তার পাশাপাশি তাঁরা আরও বেশি হারে সুদের সুবিধা পেতে পারেন। প্রবীণ নাগরিকদের বিশেষ এফডি-র অধীনে ৫০ থেকে ১০০ বেসিস পয়েন্ট বেশি সুদ দেওয়া হচ্ছে।
এই বিশেষ এফডি-র অধীনে, ৫ বছর থেকে ১০ বছরের মেয়াদে ৭.৫০ শতাংশ হারে সুদ দিচ্ছে। এসবিআই আপনি যদি এই এফডি-তে বিনিয়োগ করতে চান তা হলে ব্যাঙ্কের শাখা, ইন্টারনেট ব্যাঙ্কিং বা ইয়োনোর মাধ্যমে বুক করতে পারেন। প্রবীণ নাগরিকদের আয় বাড়ানোর লক্ষ্যে এই বিশেষ এফডি চালু করা হয়েছে বলে জানিয়েছে ব্যাঙ্ক।
কোন মেয়াদে কত সুদ
*৭ থেকে ৪৫ দিনের মেয়াদে ৩.৫% সুদ
*৪৬ থেকে ১৭৯ দিনের মেয়াদে ৫%
*১৮০ দিন থেকে ২১০ দিনের জন্য ৫.৭৫%
*২১১ দিন থেকে ১ বছরের জন্য ৬.২৫%
*১ বছর থেকে ২ বছরের মধ্যে ৭.৩ শতাংশ
*২ থেকে ৩ বছরের জন্য ৭.৫%
*৩ থেকে ৫ বছরের জন্য ৭%
*৫ থেকে ১০ বছরের জন্য ৭.৫০%-এর উপরে
সুবিধা-অসুবিধা
এই এফডি-তে বিনিয়োগ করে ঋণ নেওয়ার সুবিধাও পাওয়া যাবে। তবে আপনাকে আয়ের উপর টিডিএস চার্জও দিতে হবে।
আরও পড়ুন: নতুন আর্থিক বছরের প্রথম কেনাবেচার দিন, কেমন কাটল শেয়ার বাজারের