নতুন আর্থিক বছরের প্রথম ‌কেনাবেচার দিন, কেমন কাটল শেয়ার বাজারের

Stock Market 1

ভারতীয় স্টক মার্কেটের জন্য ইতিবাচক হয়ে রইল নতুন ২০২৩-২৪ আর্থিক বছরের প্রথম ট্রেডিং দিনটি। বিনিয়োগকারীদের বিশেষ করে ব্যাঙ্কিং এবং অটো সেক্টরের শেয়ার কেনার কারণে বাজার সবুজ বন্ধ হয়েছে এ দিন। আজকের ট্রেডিং শেষে, বিএসই সেনসেক্স ১১৫ পয়েন্টের লাফ দিয়ে ৫৯,১০৬-এ বন্ধ হয়েছে এবং এনএসই নিফটি ফিফটি ৩৮ পয়েন্ট উপরে উঠে ১৭,৩৯৮ পয়েন্টে বন্ধ হয়েছে।

লাভ-লোকসান

আজকের ট্রেডিংয়ে ব্যাঙ্কিং, অটো, ফার্মা, ইনফ্রা, কনজিউমার ডিউরেবলসের মতো সেক্টরের শেয়ার উপরে উঠে বন্ধ হয়েছে। আইটি, অয়েল ও গ্যাস, স্বাস্থ্যসেবা, এফএমসিজি, ধাতু ও জ্বালানি খাতের শেয়ার নীচে নেমে বন্ধ হয়েছে। আজ বাজারে মিডক্যাপ ও স্মলক্যাপ সেক্টরের শেয়ারে ভালো বৃদ্ধি ঘটেছে। ৫০ স্টকের নিফটি-র ৩৪টি লাভ এবং ১৬টি লোকসানের সঙ্গে বন্ধ হয়েছে। অন্য দিকে, সেনসেক্সের ৩০ স্টকের মধ্যে ২২টি লাভ এবং ৮টি লোকসানের সঙ্গে বন্ধ হয়েছে।

উপরে-নীচে

আজকের ট্রেডিং সেশনে, মারুতি সুজুকি ২.৫০ শতাংশ, বাজাজ ফিনান্স ১.৭৪ শতাংশ, ভারতী এয়ারটেল ১.৫৬ শতাংশ, এন‌টিপিসি ১.৪০ শতাংশ, বাজাজ ফিনসার্ভ ১.২৬ শতাংশ, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ১.১৮ শতাংশ, এইচসিএল টেক ১.১২ শতাংশ, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ১.০৩ শতাংশ, টাইটন কোম্পানি ০.৮৯ শতাংশ, টাটা মোটরস ০.৮২ শতাংশ উপরে উঠে বন্ধ হয়েছে। সেই জায়গায় আইটিসি ১.১৭ শতাংশ, ইনফোসিস ১.১৭ শতাংশ, এইচইউএল ০.৮৯ শতাংশ নীচে নেমে থিতু হয়েছে এ দিন।

বিনিয়োগ সম্পদ বৃদ্ধি

নতুন অর্থবছরের প্রথম কেনাবেচার দিনে বিনিয়োগকারীদের সম্পদ বেড়েছে। বিএসই-তে তালিকাভুক্ত কোম্পানির বাজার মূলধন ২৫৯.৬৩ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যা শুক্রবার (৩১মার্চ, ২০২৩) ছিল ২৫৮.১৯ লক্ষ কোটি টাকা। অর্থাৎ আজকের ট্রেডিংয়ে বিনিয়োগকারীদের সম্পদে বেড়েছে ১.৪৪ লক্ষ কোটি টাকা।

আরও পড়ুন: এক মাসে ভারতে নিষিদ্ধ ৪৫ লক্ষের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.