প্রতিটা গুরুত্বপূর্ণ কাজের জন্য এখন আধার কার্ড প্রয়োজন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে স্কুলে ভর্তি হওয়া, সরকারি স্কিমগুলির সুবিধা নেওয়া পর্যন্ত সমস্ত কাজের জন্য এই নথির প্রয়োজন। এমন পরিস্থিতিতে আধার কার্ড থাকা খুবই জরুরি। অনেক সময় আধার কার্ড হারিয়ে যায়। সেক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ কাজে সমস্যা হতে পারে। কী ভাবে আরেকটি কার্ড পাবেন?
যদি আপনার আধার কার্ড হারিয়ে যায়, তাহলে প্রথমে ইউআইডিএআই-এর টোল ফ্রি নম্বরে অভিযোগ করুন। এটি আপনার আধারের অপব্যবহার রোধ করবে। ফলে আধার হারিয়ে যাওয়ার পরে, প্রথমেই টোল ফ্রি নম্বর 1947-এ কল করে জানাতে হবে। এর ফলে আপনার আধারের অপব্যবহার রোধ হবে।
কী ভাবে আরেকটি আধার কার্ডের আবেদন জানাবেন?
আধার হারানোর ক্ষেত্রে, প্রথমে https://uidai.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে
এখানে My Aadhaar ট্যাবে ক্লিক করুন
এর পরে, Order Aadhaar PVC Card-এ ক্লিক করুন এবং Order Now সিলেক্ট করুন
এখানে আপনাকে নিজের আধার নম্বর এবং ক্যাপচা পূরণ করতে হবে।
এরপর, Proceed-এ ক্লিক করুন এবং আপনার ঠিকানা এবং মোবাইল নম্বর লিখে সাবমিট করুন
এর পরে, আপনার মোবাইল নম্বরে ওটিপি আসবে, এটি লিখুন
এর পরে পিভিসি কার্ডের জন্য ৫০ টাকা দিতে হবে
টাকা দেওয়ার পরে, একটি Conformation মেসেজ আসবে
আপনি একটি আইডি-ও পাবেন যার মাধ্যমে আপনি আধার পাওয়ার স্ট্যাটাস চেক করতে পারবেন।
আপনি এই পিভিসি আধার কার্ডটি ১৫ দিনের মধ্যে পেয়ে যাবেন।
আরও পড়ুন: ইউএএন ছাড়া পিএফ ব্যালেন্স চেক করা যায়? জানুন পদ্ধতি
Discover more from banglabiz
Subscribe to get the latest posts sent to your email.