ইউএএন ছাড়া পিএফ ব্যালেন্স চেক করা যায়? জানুন পদ্ধতি

epf

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) নিজের সমস্ত সদস্যদের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) দেয়। এই নম্বরের সাহায্যে, পিএফ ফান্ডে জমা করা টাকার পরিমাণ জেনে নিতে পারেন। এ ছাড়াও তিনি ফান্ড থেকে টাকা তোলা-সহ বিভিন্ন কাজে এই নম্বরটি ব্যবহৃত হয়।

পিএফ ফান্ড হল কর্মচারীদের একটি বিনিয়োগ তহবিল। যেখানে প্রত্যেক মাসে সদস্যদের বেতন থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ এই ফান্ডে জমা পড়ে। আবার নিয়োগকারীও সমপরিমাণ টাকা জমা দেন। পাশাপাশি এই জমাকৃত টাকার উপর বার্ষিক হারে সুদ দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। স্বাভাবিক ভাবেই আপনার অ্যাকাউন্টে ঠিকমতো টাকা জমা হচ্ছে কি না, তা জানার জন্য নিয়মিত ব্যালেন্স চেক করা জরুরি।

বলে রাখা ভালো, একজন ইপিএফ অ্যাকাউন্ট হোল্ডার ঘরে বসে নিজের অ্যাকাউন্টে জমা হওয়া মোট পরিমাণ ৪টি সহজ উপায়ে করতে পারেন। এক্ষেত্রে ইউএএন আবশ্যক। কোনো ঝামেলা ছাড়াই ঘরে বসে কী ভাবে ইপিএফ পাসবুক চেক করা যায়। জানুন এই লিঙ্কে ক্লিক করে: ইপিএফ পাসবুক চেক করুন বাড়িতে বসেই, জেনে নিন এর ৪টি সহজ উপায়

পিএফ ব্যালেন্স চেক করতে আপনার কাছে ইউএএন নম্বর থাকতে হবে। তবে, যদি আপনার ইউএন নম্বর না থাকে বা আপনি এটি ভুলে যান, তা হলেও ব্যালেন্স চেক করতে পারেন। আসুন জেনে নেওয়া যাক সেই পদ্ধতি।

কী ভাবে ইপিএফ ব্যালেন্স চেক করবেন

১. প্রথমে আপনাকে EPFO ​-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২. এর পরে ইপিএফ ব্যালেন্স জানার অপশনটি সিলেক্ট করতে হবে।

৩. এর পর epfoservices.in/epfo/-এর পেজ খুলবে। এখানে আপনাকে “মেম্বার ব্যালেন্স ইনফরমেশন” সিলেক্ট করতে হবে।

৪. এখানে ‘রাজ্য’-সহ বাকি সব তথ্য দিতে হবে।

৫. আপনার আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর দিতেতে হবে।

৬. এর পর আপনার ফোনে ওটিপি আসবে। এটি দেওয়ার পরে আপনি পিএফ ব্যালেন্স চেক করতে পারেন।

আরও পড়ুন: পিএফ দাবি নিষ্পত্তিতে দেরি কেন, ইপিএফও-র জবাব শুনে অবাক হয়ে যাবেন

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.