বিবি ডেস্ক: আবারও রেপো রেট (repo rate) বাড়িয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। শুক্রবার এই হার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৯০ শতাংশ করেছে আরবিআই। প্রত্যাশা মতোই রেপো রেট বাড়ার জেরে সপ্তাহের শেষ দিনের শেয়ার বাজারও (stock market) তুঙ্গে।
সম্পূর্ণ নিশ্চিত বিনিয়োগকারী
এ দিন বিএসই সেনসেক্স হাজার পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়ে ৫৭,৪০০ স্তরের উপরে বন্ধ হয়েছে। অন্য দিকে, এনএসই নিফটি আবারও এক বার ১৭ হাজারের উপরে। আরবিআই যে রেপো রেট বাড়াতে চলেছে, তেমন ইঙ্গিত বেশ জোরালো হয়ে উঠেছিল কয়েক দিন ধরেই। আর এ দিন ঘোষণার পর পুরোপুরি নিশ্চিত হয়ে যান বিনিয়োগকারীরা।
মুদ্রানীতি তৈরি করতে প্রধানত খুচরো মুদ্রাস্ফীতির দিকে নজর দেয় আরবিআই। আগস্টে ভারতের খুচরো মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭.০ শতাংশ। খুচরো বাজারে গত কয়েক মাস ধরে নিরবচ্ছিন্ন ভাবে দাম বাড়ছে পণ্যের। সেই মূল্যবৃদ্ধিতে রাশ টানতেই এই রেপোরেট বৃদ্ধির সিদ্ধান্ত।
সেনসেক্স এবং নিফটির ঊর্ধ্বগতি
ইন্ট্রাডে-তে এ দিন সেনসেক্স ১,৫০০ পয়েন্টেরও বেশি বেড়েছে। শেষমেশ কেনাবেচা বন্ধ হওয়ার সময় ১,০১৭ পয়েন্ট বা ১.৮০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৭,৪২৭-এ থিতু হয়েছে সেনসেক্স। একই ভাবে, এনএসই ব্যারোমিটার অবশেষে ২৭৬ পয়েন্ট বা ১.৬৪ শতাংশ বেড়ে ১৭,০৯৪.৩৫-এ বন্ধ হয়েছে এ দিন।
শেষ সাতটি সেশনে লোকসানের মুখে পড়েছিল ভারতীয় শেয়ার বাজারের অন্যতম দুই সূচক। এ দিন সেই লোকসান অনেকটাই পুষিয়ে নিতে পারলেন বিনিয়োগকারীরা।
আশার আলো ফরেক্স মার্কেটেও
সেনসেক্সের মধ্যে আজ সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে ভারতী এয়ারটেল, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, বাজাজ ফাইন্যান্স, টাইটান, এইচডিএফসি ব্যাঙ্ক, টাটা স্টিল এবং বাজাজ ফিনসার্ভ। বিশ্লেষকদের মতে, আরবিআই রেট বাড়াতে পারে প্রত্যাশা ছিল। সে বিষয়ে এ দিন আশ্বস্ত হয়েছেন বিনিয়োগকারীরা। এই নিয়ে টানা চারবারে রেপো রেট বেড়েছে ১৯০ বিপিএস।
ফরেক্স মার্কেটেও কিছুটা স্বস্তি মিলিছে এ দিন। ডলারের বিপরীতে হারানো মাটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে ভারতীয় টাকা। দু’দিন আগে সর্বকালীন সর্বনিম্ন স্তরে নেমে যাওয়ায় পর এই মোড়বদল, ইতিবাচক প্রভাব ফেলেছে শেয়ার বাজারেও। আগের দিনের থেকে ৩৭ পয়সা বেড়ে ডলারের তুলনায় রুপির দাম এখন ৮১.৩৬ টাকা।
আরও পড়ুন: টাটাদের নজরে সেই সানন্দ, বৈদ্যুতিক গাড়ির আঁতুড়ঘর হতে চলেছে গুজরাতের শহর