টাটাদের নজরে সেই সানন্দ, বৈদ্যুতিক গাড়ির আঁতুড়ঘর হতে চলেছে গুজরাতের শহর

বিবি ডেস্ক: বাজার ধরতে কম দামি বৈদ্যুতিক গাড়ি (Electric Vehicle) তৈরিতে ঝাঁপাচ্ছে টাটা মোটরস (Tata Motors)।

গোটা বিশ্বের মতো ভারতেও পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে জোর দেওয়া হচ্ছে। তবে অত্যধিক দাম এবং চার্জ দেওয়ার অপ্রতুল পরিকাঠামোর দরুন বিক্রি নিয়ে সংশয় রয়েছে এখনও। গাড়ি সংস্থাগুলির মতে, সচেতনতার অভাবই সংশয় তৈরি করছে, যা যুক্তিহীন।

কোথায় হচ্ছে কারখানা

গুজরাতের সানন্দকে (Sanand) সস্তার গাড়ি তৈরির কারখানার সঙ্গে প্রথম বৈদ্যুতিক গাড়ির আঁতুড়ঘর করা হয়েছিল আগেই। সেই কারখানাতেই এ বার আরও একটি বৈদ্যুতিক গাড়ি তৈরি করতে নামল টাটা মোটরস (Tata Motors)। পশ্চিমবঙ্গের সিঙ্গুর থেকে ‘বিতাড়িত’ হওয়ার দাবি করে এক সময় যেখানে কম দামের ন্যানো গড়ার কথা জানিয়েছিলেন রতন টাটা। বাজার হারিয়ে বন্ধ হয়ে গিয়েছে ন্যানো। এখন সেই ঠিকানায় বৈদ্যুতিক গাড়ি প্রকল্পে জোর দেওয়ার বার্তা দিয়ে টাটাদের দাবি, অদূর ভবিষ্যতে ভারতে এই বাজার উল্লেখযোগ্য জায়গায় পৌঁছবে। কম দামি গাড়ির পরিসরে প্রথম বৈদ্যুতিক আনছে তারাই।

কী তৈরি হয় সানন্দে

সানন্দে প্রথাগত জ্বালানির টিয়াগো ও টিগর তৈরি করে টাটা। অতিমারির আগে প্রথম বৈদ্যুতিক টিগরও সেই সঙ্গে তৈরি শুরু হয় সেখানে। মহারাষ্ট্রের রঞ্জনগাঁওতে আর একটি বৈদ্যুতিক গাড়ি নেক্সন তৈরি করে সংস্থা। বুধবার বৈদ্যুতিক টিয়াগো বাজারে আনার অনুষ্ঠানের পরে টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটির বিপণন ও পরিষেবার প্রধান বিবেক শ্রীবৎস জানান, এটিও সানন্দেই হচ্ছে। যেটি কম দামি গাড়ির বাজারে প্রথম বিদ্যুৎ চালিত।

কোন গাড়িতে কত খরচ

শ্রীবৎস বলেন, পেট্রল-ডিজ়েল ইঞ্জিনের গাড়ি মাসে এক হাজার কিলোমিটার চললে খরচ হয় প্রায় সাড়ে সাত হাজার টাকা। কিন্তু বৈদ্যুতিক গাড়তে সেই খরচ ১১০০ টাকার মতো। চার্জিং স্টেশন নিয়ে তাঁর বার্তা, সরকারি-বেসরকারি ক্ষেত্র মিলিয়ে সেই পরিকাঠামো তৈরি হচ্ছে। টাটারাই তিন হাজারের বেশি স্টেশন গড়ছে। তা ছাড়া, ৯৭ শতাংশ গাড়িই বাড়িতে চার্জ দিয়ে ব্যবহার করা যায়। টাটারা জানিয়েছে, আগামী চার বছরে আরও ছ’টি বৈদ্যুতিক গাড়ি আনবে সংস্থা।

টাটা মোটরসের (Tata Motors) দাবি, ২০৩০ সালের মধ্যে দেশের মোট গাড়ি বাজারের ৩০ শতাংশ বৈদ্যুতিকে পরিণত করার যে লক্ষ্য রেখেছে কেন্দ্র, তা পূরণ হওয়া সম্ভব। এগুলি ব্যবহারের যৌক্তিকতা এবং সুবিধা নিয়ে ক্রেতাদের সচেতনতা বাড়ছে। সেই সূত্রে এখন তাদের মোট গাড়ি ব্যবসার ন’শতাংশ বৈদ্যুতিক হলেও, ২০৩০ সালের মধ্যে তা ৩০ শতাংশ ছাড়াবে।

আরও পড়ুন: মূল সুদের হার বাড়াল আরবিআই, আপনার উপর কী প্রভাব পড়বে

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.