প্রায় এক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী যাত্রা অব্যাহত ছিল ভারতীয় শেয়ারবাজারে। তাতেই ছেদ ঘটল বুধবার। তবে সামান্য পতনই এ দিন ধরা পড়ল স্টক মার্কেটের অন্যতম সূচকগুলিতে।
এ দিনের ট্রেডিং সেশনে ব্যাপক উত্থান-পতন দেখল শেয়ারবাজার। দিনের কেনাবেচার সময় সেনসেক্স ২২০ এবং নিফটি ৫০ পয়েন্ট পড়ে যায়। কিন্তু কয়ের ঘণ্টার ব্যবধানে নিম্নস্তর থেকে বাজার পুনরুদ্ধারে মন দেয়। গত কয়েক দিন ধরে যে ছবি দেখা যাচ্ছিল, তাতে ছেদ ঘটার অন্যতম কারণ বেশ কিছু ঘটনার জেরে বিনিয়োগকারীদের দোদুল্যমানতা।
সেনসেক্স এ দিন ৩৩ পয়েন্টের সামান্য পতনের সাক্ষী। কেনাকাটা শেষে বন্ধ হয়েছে ৬৫,৪৪৬-এ। এবং নিফটি ফিফটি ৯.৫০ পয়েন্ট উপরে উঠে ১৯,৩৯৮-এ বন্ধ হয়েছে।
আজকের লেনদেনে অটো, আইটি, ফার্মা, এফএমসিজি, মেটালস, মিডিয়া এনার্জি, কনজিউমার ডিউরেবলস, হেলথকেয়ার, তেল ও গ্যাস সেক্টরের শেয়ারের দর বেড়েছে। অন্য দিকে, ব্যাঙ্কিং ও আর্থিক ক্ষেত্রের শেয়ারে পতন।
উল্লেখযোগ্য ভাবে, মিড ক্যাপ সেক্টরের শেয়ারে দারুণ উচ্ছ্বাস ধরা পড়েছে এ দিন। মিড-ক্যাপ স্টক কেনার কারণে, এটি ০.৭১ শতাংশ বা ২৫২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৩৬,০২৪-এ থিতু হয়েছে।
পাশাপাশি, স্মল ক্যাপ স্টকও গতি পেয়েছে। সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে ১৯টি লাভের মুখ দেখলেও ১১টি লোকসান সঙ্গী করে বন্ধ হয়েছে। নিফটির ৫০টি স্টকের মধ্যে ৩০টি বেড়েছে, বাকি ২০টিতে পতন।
আরও পড়ুন: বিএসই তালিকাভুক্ত সংস্থাগুলির বাজার মূলধন সর্বকালের সর্বোচ্চ! ৫ দিনে ৭.৯০ লক্ষ কোটির সম্পদবৃদ্ধি