এক দিকে অবিচ্ছিন্ন বিদেশি তহবিল প্রবাহ। অন্য দিকে, ব্যাপক আকারে বিনিয়োগকারীদের আবেগ। শেষ পাঁচ দিনে বিএসই সেনসেক্সে (BSE Sensex) ৭.৯০ লক্ষ কোটি টাকার সম্পদবৃদ্ধি বিনিয়োগকারীদের।
মঙ্গলবার, টানা পঞ্চম দিনে শেয়ার বাজারের অন্যতম সূচক সেনসেক্স ক্রমশ ঊর্ধ্বমুখী। এ দিন ২৭৪ পয়েন্ট বা ০.৪২ শতাংশ লাফিয়ে ৬৫,৪৭৯.০৫-এর সর্বকালের সর্বোচ্চ উচ্চতা ছুঁয়ে ফেলেছে। একটা সময় ৪৬৭.৯২ পয়েন্ট বা ০.৭১ শতাংশ বেড়ে ৬৫,৬৭২.৯৭-এর শীর্ষস্তরও ছুঁয়ে এসেছে সেনসেক্স। যা সর্বকালের ইন্ট্রা-ডে রেকর্ড।
পাঁচ দিনের এই সমাবেশে বিনিয়োগকারীদের সম্পদ ৭,৯০,২৩৫.৮৪ কোটি বেড়েছে। বিএসই তালিকাভুক্ত সংস্থাগুলির বাজার মূলধনও মঙ্গলবার সর্বকালের সর্বোচ্চ ২,৯৮,৫৭,৬৪৯.৩৮ কোটিতে পৌঁছেছে।
বলে রাখা ভালো, শেষ পাঁচ দিনে আড়াই হাজার পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়েছে বিএসই সেনসেক্স।
সেনসেক্সের শেয়ারগুলির মধ্যে সবচেয়ে বেশি লাভবান বাজাজ ফিন্যান্স, ৭.১৭ শতাংশ বেড়েছে। এর পরেই রয়েছে বাজাজ ফিনসার্ভ, ৫.৭৬ শতাংশ বেড়েছে। এ ছাড়াও অন্যান্য স্টকগুলির মধ্যে রয়েছে টেক মাহিন্দ্রা, সান ফার্মা, এনটিপিসি, টাইটান, উইপ্রো, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, ইনফোসিস, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং আইটিসি, ইত্যাদি।
উল্টো দিকে, উল্লেখযোগ্য পতন হয়েছে ভারতী এয়ারটেল, অ্যাক্সিস ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, টাটা স্টিল এবং আল্ট্রাটেক সিমেন্টের স্টকে।
এশিয়ার অন্য বাজারগুলির মধ্যে সাংহাই এবং হংকং সবুজে বন্ধ হয়েছে এবং সিওল এবং টোকিও নীচের দিকে নেমে এসেছে। ইউরোপের ইক্যুইটি বাজারগুলির কেনাবেচায় একটি মিশ্র ফলাফল দেখা গিয়েছে। সোমবার মার্কিন বাজার ইতিবাচক জায়গাতেই থিতু হয়েছিল।
আরও পড়ুন: সেনকো গোল্ডের আইপিও-তে বিনিয়োগ শুরু, বিস্তারিত জানুন