টানা ৩ দিন ঊর্ধ্বমুখী! সর্বকালীন সর্বোচ্চ উচ্চতায় সেনসেক্স

stock market

বুধবারেও শক্তিশালী ওপেনিং শেয়ার বাজারের। উল্লেখযোগ্য ভাবে, সর্বকালীন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালো ভারতীয় শেয়ার বাজারের অন্যতম সূচক সেনসেক্স।

এ দিন সকালে ৩০৩.২৫ পয়েন্ট লাফিয়ে বাজারে মুখ দেখায় সেনসেক্স। কেনাবেচা শুরু করে ৬৯,৫৯৯.৩৯-এর একটি নতুন উচ্চতা থেকে। কয়েক মিনিটের মধ্যেই ৬৯,৬৭৩.৮৩-এ গিয়ে ঠেকে। পরবর্তীতে আরও আরোহণ। একই ছবি ধরা পড়েছে নিফটি ফিফটিতেও। ২০,৯৫৮.৬৫-এ পৌঁছে যায় ৫০ স্টকের এই সূচক।

এই নিয়ে চলতি সপ্তাহের প্রথম তিনটি কেনাবেচার দিনে ইতিবাচক ছবি স্পষ্ট শেয়ার বাজারে। শক্তিশালী দেশীয় সামষ্টিক অর্থনীতির তথ্য এবং গুরুত্বপূর্ণ রাজ্যগুলির বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির সাফল্যের খতিয়ানকে সামনে রেখেই এ দিনের উত্থান বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

সোমবার বাজার বন্ধ হওয়ার সময় বিএসই সেনসেক্স ১,৩৮৩.৯৩ পয়েন্ট বা ২.০৫ শতাংশ বেড়ে ৬৮,৮৬৫.১২-এ থিতু হয়েছে। মঙ্গলবার আরও কিছুটা বেড়ে ৬৯,২৯৬.১৪-তে বন্ধ হয় সেনসেক্স। অন্য দিকে, নিফটি ফিফটি ৪১৮.৯০ পয়েন্ট বা ২.০৭ শতাংশ বেড়ে বন্ধ হয়েছে ২০,৬৮৬.৮০ পয়েন্টে। মঙ্গলবার আরও কিছুটা বেড়ে ২০,৮৫৫.১০-এ বন্ধ হয় নিফটি।

আরও পড়ুন: গ্রাহকের অজান্তে অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী বিমা প্রকল্পের বার্ষিক প্রিমিয়াম, বাড়ছে অভিযোগ

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.