সপ্তাহের শেষ কেনাবেচার দিনে পতনের সঙ্গেই বন্ধ হয়েছে ভারতীয় শেয়ারবাজার। শুক্রবারও বাজারে বেচাকেনা অব্যাহত রইল যথেষ্ট বাবে। তবে এই পতনের পরে, নিফটি আবার ১৭ হাজারের নীচে নেমে গেল। এ দিনের লেনদেন শেষে, বিএসই সেনসেক্স ৩৮৯ পয়েন্ট কমে ৫৭,৫২৭-এ পয়েন্টে বন্ধ হয়েছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ১৩১ পয়েন্টের পতনের সঙ্গে ১৬,৯৪৫ পয়েন্টে বন্ধ হয়েছে।
আজ বাজারের সব খাতের শেয়ারের দরপতন দেখা গেছে। ব্যাঙ্কিং, অটো, আইটি, ফার্মা, হেলথকেয়ার, এনার্জি, অয়েল অ্যান্ড গ্যাস, এফএমসিজি, মেটাল, মিডিয়া, ইনফ্রার মতো সেক্টরগুলি হ্রাস পেয়েছে। ৩০টি সেনসেক্স স্টকের মধ্যে মাত্র ৫টি স্টক লাভের মুখ দেখায় ২৫টি স্টক লোকসানকে সঙ্গী করেই বন্ধ হয়েছে।
নিফটির ফিফটি-র ৫০টি স্টকের মধ্যে ১০টি স্টক লাভের মুখ দেখলেও বাকি ৪০টি স্টক পতনের সাক্ষী এ দিন।
উল্লেখযোগ্য ভাবে, বাজাজ ফিনসার্ভ ৩.৮৩ শতাংশ, বাজাজ ফাইন্যান্স ৩.১৫ শতাংশ, আদানি এন্টারপ্রাইজ ২.৯৭ শতাংশ, টাটা স্টিল ২.৬৭ শতাংশ, হিন্দালকো ২.৬১ শতাংশ, আদানি পোর্টস ২.৫৯ শতাংশ, কোল ইন্ডিয়া ২.৩০ শতাংশ পতনের সঙ্গেই বন্ধ হয়েছে।
অন্য দিকে, উপরে উঠে বন্ধ হয়েছে সিপলা ০.৯৪ শতাংশ, কোটাক মাহিন্দ্রা ০.৭৪ শতাংশ, ইনফোসিস ০.৪৪ শতাংশ, ডা. রেড্ডি ০.৩৯ শতাংশ, অ্যাপোলো হসপিটাল ০.২৪ শতাংশ, টেক মাহিন্দ্রা ০.২৩ শতাংশ, ডিভিস ল্যাব ০.১৪ শতাংশ, পাওয়ার গ্রিড ০.১১ শতাংশ, উইপ্রো ০.০৭ শতাংশ এবং এশিয়ান পেন্টস ০.০৩ শতাংশ।
সবমিলিয়ে শেয়ারবাজারে দরপতনের কারণে বিনিয়োগকারীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। বিএসই-তে তালিকাভুক্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপ ২৫৪.৫৩ লক্ষ কোটি টাকায় নেমে এসেছে, যা বৃহস্পতিবার ছিল ২৫৭.১০ লক্ষ কোটি টাকা। আজকের ট্রেডিং সেশনে বিনিয়োগকারীরা ২.৫৭ লক্ষ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।
আরও পড়ুন: মন্দার আশঙ্কা! ১৯ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে তথ্যপ্রযুক্তি সংস্থা অ্যাক্সেনচার