সেরা ৩টি সঞ্চয় প্রকল্প, নিজের এবং পরিবারের ভবিষ্যতের কথা ভেবে বেছে নিতে পারেন‌

স্বল্পসঞ্চয় প্রকল্প

কথায় বলে জীবনের কোনো গ্যারান্টি নেই। পলকে পলকে অনিশ্চয়তা। নিত্যদিন কত কিছুই না ঘটে। চাকরি চলে যেতে পারে। এমন কোনো রোগ হানা দিল, যা বহুল ব্যয় সাপেক্ষ। ফলে পরিস্থিতি মোকাবিলায় আগাম আর্থিক পরিকল্পনা করা খুবই জরুরি।

আর সব কিছুর মতোই সঞ্চয় এবং বিনিয়োগ পরিকল্পনার ব্যাপারে নিজেকে আগে থেকেই প্রস্তুত করা গুরুত্বপূর্ণ। হাতের কাছে সঞ্চয়ের অনেক উপায় আছে। তবে ভবিষ্যতের কথা ভাবলে দীর্ঘমেয়াদি সঞ্চয় পরিকল্পনাতেই বেশি জোর দেওয়া উচিত।

সেভিংস ইন্স্যুরেন্স প্ল্যান

আপনি যদি বিনিয়োগের জন্য একটা স্থিতিশীল রিটার্নের খোঁজ করেন, তাহলে সেভিংস ইন্স্যুরেন্স প্ল্যান (Savings Insurance Plan) আপনার জন্য কার্যকরী বিকল্প হতে পারে। এটা এমন এক ধরনের জীবন বিমা পলিসি, যেখানে পলিসি ধারক সঞ্চয় এবং বিনিয়োগ দুটোর সুবিধাই পান।

এর মাধ্যমে কোনো ব্যক্তি নিজেকে এবং নিজের পরিবারকে আর্থিক ভাবে নিরাপদ রাখতে পারেন। এই পরিকল্পনাটি সুশৃঙ্খল সঞ্চয়ের লক্ষ্যেই আনা হয়েছে। যেখানে মিলবে স্থিতিশীল রিটার্ন , যা আপনাকে নিজের আর্থিক লক্ষ্য অর্জনে সামনের দিকে নিয়ে যাবে।

পিপিএফ

পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund) বা পিপিএফ (PPF)। যে কোনও পোস্ট অফিস বা ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই এই প্রকল্পের সুবিধা নিতে পারেন গ্রাহক। ১৯৬৮ সালে ন্যাশনাল সেভিংস অর্গানাইজেশন (National Savings Organization) এই স্বল্প সঞ্চয় প্রকল্পটি শুরু করে।

সরকারি প্রকল্প হওয়ায় ঝুঁকিহীন বিনিয়োগের পাশাপাশি যথেষ্ট আর্থিক সুরক্ষা দিতে পারে এই প্রকল্প। রয়েছে দারুণ সুদের হার এবং আয়কর ছাড়ের সুবিধাও। সময়ে-সময়ে সামান্য কিছু অর্থ জমা করে দীর্ঘ মেয়াদে বিশাল অর্থ ফেরত দেয় এই পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund)।

এনএসসি

পোস্ট অফিসে (Post Office) পাঁচ বছরের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে (National Savings Certificate) সুদের হার ৬.৮ শতাংশ। সুদ বার্ষিক ভিত্তিতে গণনা করা হয়, তবে সুদের পরিমাণ ম্যাচিউরিটির দেওয়া হয়। ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ১,০০০ টাকা হলেও কোনো ঊর্ধ্বসীমা নেই।

একজন নাবালকের নামে এনএসসি অ্যাকাউন্ট খোলা যেতে পারে এবং ৩ জন প্রাপ্তবয়স্কের নামে একটি যৌথ অ্যাকাউন্ট খোলা যেতে পারে। আপনি আয়কর আইনের ধারা ৮০সি ধারায় ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে কর ছাড়ের সুবিধা পাবেন।

আরও পড়ুন: আপনার জন্য দরকারি ৫টি বিশেষ ফিক্সড ডিপোজিট, জানুন সুদের হার

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.