পোস্ট অফিসের এই ৩টি সঞ্চয় প্রকল্প ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের থেকেও ভালো রিটার্ন দেয়

পোস্ট অফিস

বিবি ডেস্ক: পোস্ট অফিস স্কিম এবং ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট (fixed deposit) নিয়ে আপনি কি বিভ্রান্ত? তা হলে এই প্রতিবেদন হয়তো আপনার কাজে লাগতে পারে।

শেয়ার বাজারের ওঠানামা দেখে অনেকেই সেখানে বিনিয়োগের ঝুঁকি নিতে চান না। সে ক্ষেত্রে ঝুঁকিমুক্ত বিনিয়োগের মাধ্যম হিসেবে তাঁরা পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প অথবা ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট বেছে নেন।

গত এপ্রিল থেকে ধারাবাহিক ভাবে মুল সুদের হার বা রেপো রেট (repo rate) বাড়িয়ে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। এর রেশ ধরেই এফডি (FD)-তে সুদের হার বাড়িয়েছে বিভিন্ন ব্যাঙ্ক। তবে পোস্ট অফিসের স্কিমগুলিতে সুদের হার প্রতি তিন মাস অন্তরই সংশোধন করা হয়।

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS)

সরকার-সমর্থিত এই সঞ্চয় প্রকল্পে প্রবীণ নাগরিকদের করছাড়ের সুবিধা-সহ স্থির আয়ের প্রবাহ দিয়ে থাকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। অবসরপ্রাপ্তরা একক ভাবে বা যৌথভাবে ১৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। ভারতের সমস্ত ব্যাঙ্ক এবং পোস্টাল অফিসে পাওয়া যায় ডাক বিভাগের এই প্রকল্প।

ন্যূনতম বিনিয়োগ: ১০০০ টাকা

ন্যূনতম মেয়াদ: ৫ বছর

সুদের হার: ৭.৬ শতাংশ

পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)

পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ (PPF) সাধ্যমতো নির্দিষ্ট মেয়াদে সঞ্চয়ের একটি সহজ মাধ্যম। ব্যাঙ্ক (Bank), পোস্ট অফিস (Post Office) বা অন্য কোনো আর্থিক সংস্থায় পিপিএফ অ্য়াকাউন্টে টাকা রেখে নির্দিষ্ট হারে সুদ পাওয়া সম্ভব। ১৫ বছরের মেয়াদ পরিপূর্ণ হওয়ার পরেও পিপিএফ অ্যাকাউন্ট চালু রাখা যেতে পারে, কোনো রকমের টাকা জমা না-দিয়েও।

ন্যূনতম বিনিয়োগ: ৫০০ টাকা

ন্যূনতম মেয়াদ: ১৫ বছর

সুদের হার: ৭.১ শতাংশ

আরও পড়ুন: পিপিএফ অ্যাকাউন্ট: ২৫ বছর পরে ১ কোটি টাকা রিটার্নের গ্যারান্টি

সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)

এই স্কিম শুধুমাত্র কন্যা সন্তানের জন্য। কন্যা সন্তানের শিক্ষা ও ভবিষ্যতের জন্য মাতা-পিতাদেরকে উৎসাহিত করার জন্যই সুকন্যা সমৃদ্ধি যোজনা ২০১৪ সালের ২ ডিসেম্বর চালু করেছিল কেন্দ্র। কোনো মেয়ে যত দিন না দশ বছর বয়সে পদার্পণ করছে, তত দিন এই অ্যাকাউন্ট খুলতে পারেন অভিভাবক। যে কোনো পোস্ট অফিস বা ব্যাঙ্কের অনুমোদিত শাখায় অ্যাকাউন্টটি খোলা যেতে পারে।

ন্যূনতম বিনিয়োগ: ২৫০ টাকা

সর্বোচ্চ মেয়াদ: ১৫ বছর

সুদের হার: ৭.৬ শতাংশ

আরও পড়ুন: কমছে বিনিয়োগ, বাড়ছে না কাজের সুযোগও, দুশ্চিন্তা বাড়াচ্ছে দেশের অর্থনীতি

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.