বিবি ডেস্ক: সন্তানের ভবিষ্যতের কথা ভাবেন না কোন বাবা-মা। ফলে আপনি যদি নিজের সন্তানের জন্য বিনিয়োগ করতে চান, তা হলে এই সরকারি স্কিমের কথা বিবেচনা করতে পারেন।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ (PPF) হল একটি জনপ্রিয় সরকারি সঞ্চয় প্রকল্প। এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে আপনার বিনিয়োগকৃত অর্থ সম্পূর্ণ নিরাপদ। এ ছাড়াও আপনি একটি নিশ্চিত রিটার্ন পাবেন।
পোস্ট অফিসেও খোলা যায় পিপিএফ
দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য পিপিএফে টাকা রাখা ভালো। অর্থাৎ, সন্তানের উচ্চশিক্ষা, বিয়ে বা অন্যান্য বড়ো খরচের কথা মাথায় রেখেই অনেকেই এই প্রকল্পে টাকা রাখেন। কারণ, পিপিএফ এমন একটি অ্যাকাউন্ট, যা আপনি আপনার সন্তানের নামেও খুলতে পারেন। এর পর সন্তানের বয়স যখন ১৮ বছর হয়ে যাবে, তখন সে নিজেই এই অ্যাকাউন্টের দেখভাল করতে পারবে। বাড়ির কাছের কোনো পোস্ট অফিসে গিয়ে সহজেই এই স্কিমটি শুরু করতে পারেন। এ ছাড়া ব্যাঙ্কগুলিতেও পিপিএফ অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে।
মেয়াদ, বার্ষিক বিনিয়োগ এবং সুদের হার
পোস্ট অফিসের তথ্য অনুসারে, পিপিএফ অ্যাকাউন্টের মেয়াদ ১৫ বছর। সেই মেয়াদ শেষ হলে অ্যাকাউন্টধারী ফের ৫ বছরের জন্য অ্যাকাউন্টের মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারেন। উল্লেখযোগ্য ভাবে, ওই বর্ধিত মেয়াদে টাকা জমা দেওয়া অথবা না-দেওয়া, যে কোনো বিকল্পই বেছে নেওয়া যেতে পারে। এই অ্যাকাউন্টে, আপনি বার্ষিক সর্বনিম্ন ৫০০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন। যদি সন্তান ব্যতীত, পিতামাতার মধ্যে একজনের একটি পিপিএফ অ্যাকাউন্ট থাকে, তবে দু’টি মিলিয়ে সর্বাধিক বিনিয়োগের পরিমাণ হবে বার্ষিক ১.৫ লক্ষ টাকা। বর্তমানে বার্ষিক ৭.১ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে।
কী ভাবে মিলবে ১ কোটি টাকা রিটার্ন
১৫ বছরের মেয়াদে রিটার্ন
বার্ষিক সর্বোচ্চ বিনিয়োগ: ১.৫ লক্ষ টাকা
সুদের হার: ৭.১ শতাংশ
মোট বিনিয়োগ: ২২,৫০,০০০ টাকা
সুদবাবদ আয়: ১৮,১৮,২০৯ টাকা
মেয়াদ ৫ বছর বাড়ালে রিটার্ন
বার্ষিক সর্বোচ্চ বিনিয়োগ: ১.৫ লক্ষ টাকা
সুদের হার: ৭.১ শতাংশ
২০ বছর পর ম্যাচিউরিটির পরিমাণ: ৬৬,৫৮,২৮৮ টাকা
মোট বিনিয়োগ: ৩০ লক্ষ টাকা
সুদবাবদ আয়: ৩৬.৫৮ লক্ষ টাকা
মেয়াদ আরও ৫ বছর বাড়ালে রিটার্ন
বার্ষিক সর্বোচ্চ বিনিয়োগ: ১.৫ লক্ষ টাকা
সুদের হার: ৭.১ শতাংশ
২৫ বছর পর ম্যাচিউরিটির পরিমাণ: ১,০৩,০৮,০১৫ টাকা
মোট বিনিয়োগ: ৩৭.৫০ লক্ষ টাকা
সুদবাবদ আয়: ৬৫.৫৮ লক্ষ টাকা
আরও পড়ুন: ধনতেরাস ও দীপাবলিতে ৫৩ হাজার ছুঁতে পারে সোনা, বিয়ের মরশুমে লম্বা লাফ