পিপিএফ না কি এফডি? কোথায় টাকা রাখলে বেশি রিটার্ন

Mutual Fund

কষ্টার্জিত অর্থ তেমন কোনো জায়গায় রাখা দরকার, যা নিরাপদ এবং লাভজনক। বাজারে এমন অনেক জায়গা রয়েছে। ব্যাঙ্ক, পোস্ট অফিস অথবা ব্যাঙ্ক নয় এমন সব আর্থিক প্রতিষ্ঠান। তবে সাধারণ মানুষের একটা বড়ো অংশ বিনিয়োগের জন্য শুধুমাত্র সরকারি স্কিম বা ব্যাঙ্ক এফডি-তে বিশ্বাস করেন। আপনি যদি ব্যাঙ্ক এফডি এবং সরকারি পিপিএফ প্রকল্পের মধ্যে যে কোনো একটিতে আগ্রহী হোন, তা হলে কোনটা বেছে নেওয়া ভালো?

তাৎপর্যপূর্ণ বিষয়টি হল যে, এফডি এবং পিপিএফ, দুটোই বাজারের ঝুঁকি থেকে অনেক দূরে। দেশে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক গত কয়েক মাসে ক্রমাগত সুদের হার বাড়িয়েছে। এর পর দীর্ঘ মেয়াদী এফডি-তে গ্রাহকদের আরও বেশি সুদ দিচ্ছে অনেক সরকারি-বেসরকারি ব্যাঙ্ক।
এই পরিস্থিতিতে, প্রশ্ন উঠছে তা হলে কি পিপিএফ-এর থেকে এফডি-তে বিনিয়োগ করাই বেশি ভালো? চলুন, দেখে নেওয়া যাক কোথায় বিনিয়োগ করলে কতটা বেশি রিটার্ন পাওয়া যায়।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)

পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ হল সরকার পরিচালিত একটি স্বল্প সঞ্চয় প্রকল্প। এই প্রকল্পে প্রতি ত্রৈমাসিকে সুদের হার নির্ধারণ করা হয়। এই স্কিমে বিনিয়োগ করে, আপনি চাকরি না করেও পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সুবিধা পেতে পারেন।

এই স্কিমের অধীনে, আপনি ১৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন এবং প্রতি বছর সর্বনিম্ন ৫০০ টাকা এবং সর্বোচ্চ দেড় লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন। ১৫ বছর পূর্ণ হওয়ার পরে, আপনি আরও ৫ বছরের জন্য স্কিমের মেয়াদ বাড়াতে পারেন। পিপিএফ-এ বর্তমানে ৭.১ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে।

স্থায়ী আমানত (FD)

দেশে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি রোধে রেপো রেট বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। সেই পদক্ষেপের রেশ ধরে দেশের অনেক বেসরকারি ও সরকারি ব্যাঙ্ক তাদের এফডি সুদের হার বাড়িয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, দেশের সর্ববৃহৎ পাবলিক সেক্টর ব্যাঙ্ক, ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত এফডি-তে ৩ শতাংশ থেকে ৬.৫০ শতাংশ পর্যন্ত এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৫০ শতাংশ থেকে ৭.৫০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। এ ছাড়া অমৃত কলশ প্রকল্পের অধীনে, ৭.১০ শতাংশ এবং ৭.৬০ শতাংশ সুদের হার অফার করছে এসবিআই। বিভিন্ন ব্যাঙ্কে এফডি-তে সুদের বিভিন্ন।

পিপিএফ না কি এফডি?

পিপিএফ স্কিম চক্রবৃদ্ধির ভিত্তিতে রিটার্ন দেয়। অন্যদিকে, ফিক্সড ডিপোজিট স্কিমে, স্বাভাবিক বা চক্রবৃদ্ধি সুদের হারের দুটি পদ্ধতির মধ্যে একটি অফার করা হতে পারে। আপনি যদি অল্প সময়ের জন্য বিনিয়োগ করার পরিকল্পনা করেন, তাহলে আপনার জন্য এফ একটি ভালো অপশন। অন্য দিকে, পিপিএফ স্কিম দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য একটি ভালো অপশন হিসাবে প্রমাণিত হতে পারে।

আরও পড়ুন: প্রবীণ নাগরিকদের বিশেষ এফডি-তে বিনিয়োগের সময়সীমা বাড়াল এইচডিএফসি ব্যাঙ্ক

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.