প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের সময়সীমা বাড়িয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)। ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে সিনিয়র সিটিজেন কেয়ার এফডি (Senior Citizen Care FD plan)-তে বিনিয়োগের শেষ তারিখ আগামী ৭ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আগে এই সময়সীমা ছিল ৭ জুলাই।
সিনিয়র সিটিজেন কেয়ার এফডি
এই বিশেষ এফডি-তে প্রবীণ নাগরিক বিনিয়োগকারীরা অতিরিক্ত ০.২৫ শতাংশ সুদ পাবেন। বর্তমানে প্রবীণ নাগরিকদের সাধারণের তুলনায় ০.৫০ শতাংশ বেশি সুদ দেওয়া হয়। ফলে সিনিয়র সিটিজেন কেয়ার এফডি প্ল্যানে বিনিয়োগকারীরা সাধারণের তুলনায় ০.৭৫ শতাংশ বেশি সুদ পাবেন।
সুদের হার
বিশেষ সিনিয়র সিটিজেন কেয়ার এফডি-তে দেওয়া সুদের হার হল ৭.৭৫ শতাংশ। এর মেয়াদ ৫ বছর একদিন থেকে ১০ বছরের মধ্যে।
সিবিআই উইকেয়ার
প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ এফডি রয়েছে এসবিআই-এরও। এসবিআই উইকেয়ার (SBI Wecare) সিনিয়র সিটিজেন ডিপোজিটে বিনিয়োগের সময়সীমাও আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: ক্রেডিট কার্ডে নতুন নিয়ম বাতিল করল কেন্দ্র, লাগবে না অতিরিক্ত টিসিএস