মিউচুয়াল ফান্ডে ব্যাপক বৃদ্ধি, জুনে বিনিয়োগ বাড়ল ১৬৬ শতাংশ

mutual funds

গত জুন মাসে সর্বকালীন উচ্চতা স্পর্শ করেছিল উভয় স্টক এক্সচেঞ্জের সূচক। সেসময় মানিমার্কেটে বিনিয়োগকারীদের আস্থা আরও বেড়ে যায়। ফল হিসেবে ওই মাসে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে বেড়েছে ১৬৬ শতাংশ।

পরিসংখ্যান বলছে, জুন মাসে, বিনিয়োগকারীরা ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে ৮,৬৩৭ কোটি টাকা রেখেছেন। যেখানে চলতি বছরের মে মাসে মাত্র ৩২৪০.৩০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল।

এসআইপি-তে বিনিয়োগ

জুন মাসে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের তথ্য প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন অব মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া (AMFI)। তথ্য অনুযায়ী, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের (SIP) মাধ্যমে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের আস্থা অটুট রয়েছে।

জুন মাসে এসআইপি-র মাধ্যমে করা বিনিয়োগের পরিমাণ ১৪,৭৩৪ কোটি টাকা। যদিও মে মাসের তুলনায় তা নামমাত্র কমেছে। মে মাসে, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে মোট ১৪,৭৪৯ কোটি টাকা বিনিয়োগ পাওয়া গিয়েছিল।

স্মল ক্যাপ ফান্ড

এএমএফআই-এর মতে, ইক্যুইটি সেগমেন্টে, বিনিয়োগকারীরা স্মল ক্যাপ ফান্ডে সর্বাধিক বিনিয়োগ করেছেন। জুন মাসে মোট ৫৪৭১.৭৫ কোটি টাকার বিনিয়োগ এসেছে স্মল ক্যাপ ফান্ডে, যা আগের মাসের তুলনায় ৬৬ শতাংশ বেশি। মে মাসে, স্মল ক্যাপ ফান্ডে ২৯০৬ কোটি টাকার প্রবাহ ছিল।

লার্জ ক্যাপ ফান্ড

লার্জ ক্যাপ ফান্ডে বিনিয়োগকারীদের আবার জুন মাসে বিক্রি করতে দেখা গেছে। বিনিয়োগকারীরা মোট ২০৪৯.৬১ কোটি টাকা বিনিয়োগ করেছেন লার্জ ক্যাপ ফান্ডে। কন্ট্রা ফান্ড জুন মাসে ২২৩৯.০৮ কোটি টাকার বিনিয়োগ পেয়েছে, যেখানে মে মাসে এই পরিমাণ ছিল মাত্র ৫৮২.২১ কোটি টাকা।

কেন এই উচ্ছ্বাস

এএমএফআই জানিয়েছে, মিউচুয়াল ফান্ডের অ্যাসেট আন্ডারম্যানেজমেন্ট (AUM) জুন মাসে ৪৪.১৩ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। যা মে মাসে ছিল ৪২.৯০ লক্ষ কোটি টাকা। শেয়ারবাজারে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে, তাই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীরাও এমন বাজারের উচ্ছ্বাসকে পুঁজি করতে পিছিয়ে থাকতে চান না।

আরও পড়ুন: ব্যক্তিগত ঋণের প্রয়োজন? সহজেই মিলবে ফ্লিপকার্টে

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.