মঙ্গলে মঙ্গল! এইচডিএফসি-র একত্রীকরণের খবরে চাঙ্গা শেয়ার বাজার

stock market

মঙ্গলবার ট্রেডিং সেশনের শেষার্ধে স্টক মার্কেটে তোলপাড়। ব্যাঙ্কিং শেয়ার কেনার হিড়িক। এ দিনই এইচডিএফসি (HDFC) চেয়ারম্যান দীপক পারেখ জানান, এইচডিএফসি এবং এইচডিএফসি ব্যাঙ্ক একত্রীকরণ কার্যকর হবে আগামী ১ জুলাই। সঙ্গে সঙ্গে এই ঘোষণার জোরালো প্রভাব পড়ল শেয়ার বাজারে।

সেনসেক্স এবং নিফটি

ভারতীয় শেয়ার বাজারের মূল বেঞ্চমার্ক সূচকগুলির মধ্যে, এস অ্যান্ড পি বিএসই সেনসেক্স ( S&P BSE Sensex) এক লাফে উঠে গেল ৬৩,৪৬৮-র উচ্চতায়। পরে ৪৪৬ পয়েন্ট বেড়ে থিতু হল৬৩,৪১৬-য়। অন্য দিকে এনএসই নিফটি ফিফটি (NSE Nifty 50) নিফটি একটা সময় ছুঁয়ে ফেলল ১৮,৮২৯। পরে ১২৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৮,৮১৭-তে স্থির হয়েছে।

সবচেয়ে গতি ব্যাঙ্কিংয়ে

আজকের লেনদেনে সবচেয়ে ভালো গতি দেখা গেছে ব্যাঙ্কিং ও আর্থিক খাতের শেয়ারে। ব্যাঙ্কিং স্টক কেনার কারণে ব্যাঙ্ক নিফটি ৪৪০০০-এর গণ্ডি অতিক্রম করেছে। ব্যাঙ্ক নিফটি ৪৮০ পয়েন্টের লাফ দিয়ে ৪৪১২১ পয়েন্টে বন্ধ হয়েছে।

পড়েছে তেল ও গ্যাস…

অন্যান্য সেক্টরের দিকে তাকালে অটো, আইটি, ফার্মা, মেটালস, রিয়েল এস্টেট, মিডিয়া, এনার্জি, ইনফ্রা, হেলথকেয়ার, কনজিউমার ডিউরেবলস সেক্টরে উল্লেখযোগ্য শেয়ারে লেনদেন দেখা গেছে। তবে তেল ও গ্যাস এবং এফএমসিজি খাতের শেয়ারের পতন হয়েছে।

মিড-স্মল ক্যাপ

মিড ক্যাপ স্টক কেনার কারণে মিড ক্যাপ ইনডেক্সও অসাধারণ বৃদ্ধি পেয়েছে। স্মল ক্যাপ স্টকগুলিও নজরে পড়ার মতো লাফ দিয়ে বন্ধ হয়েছে। ৩০টি সেনসেক্স স্টকের মধ্যে ২৭টি লাভের মুখ দেখেছে এবং ৫০টি নিফটি স্টকের মধ্যে ৩৮টি লাভের সঙ্গে এবং ১২টি লোকসানে বন্ধ হয়েছে।

১.৪৪ লক্ষ কোটি টাকা সংযোজন

আগের ট্রেডিং সেশনে বিএসই-র স্টকগুলির বাজার মূলধন ছিল ২৯০.৬৭ লক্ষ কোটি টাকা। সেটাই এ দিন ২৯২.১১ লক্ষ কোটি টাকার স্তরে বন্ধ হয়েছে। আজকের ট্রেডিং সেশনে, বিনিয়োগকারীদের সম্পদে ১.৪৪ লক্ষ কোটি টাকা যুক্ত হয়েছে। আগামীকাল, বুধবার বাজার খোলা থাকবে। তবে ঈদের ছুটিতে বৃহস্পতিবার বন্ধ থাকবে লেনদেন।

আরও পড়ুন: 2000 currency exchange: এক মাসে জমা পড়ল দুই-তৃতীয়াংশেরও বেশি ২০০০ টাকার নোট

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.