ক্রিপ্টোকারেন্সি আয়ের রিপোর্ট কী ভাবে করবেন

cripto

বিটকয়েন (bitcoin) এবং ইথেরিয়ামের (Ethereum) মতো ক্রিপ্টোকারেন্সি (cryptocurrency)-তে বিনিয়োগ থেকে আয় আয়কর দাখিল (ITR)-এ প্রকাশ করা উচিত। কিন্তু এই কাজটি কী ভাবে করা হবে, সে ব্যাপারে এখনও অনেকে বিভ্রান্তি কাটিয়ে উঠতে পারছেন না।

ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট

এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল ক্রিপ্টোকারেন্সি, নন-ফাঞ্জিবল টোকেন (NFT) এবং যেকোনো অন্য নোটিফায়েড ডিজিটাল সম্পদগুলি হল ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট (VDA)। এটি ভারতীয় মুদ্রা, সিবিডিসি (CBDC), বৈদেশিক মুদ্রা এবং নোটিফাইড ডিজিটাল সম্পদগুলিকে কভার করে না। তাই, যদি করদাতারা ভিডিএ স্থানান্তর থেকে কোনো আয় করে থাকেন, তা হলে তা আইটিআর ফর্মে শিডিউল ভিডিএ-তে রিপোর্ট করতে হবে।

কার জন্য কোন আইটিআর

তালিকাভুক্ত ভিডিএ-এর জন্য বিশদ বিবরণ প্রয়োজন। যেমন অধিগ্রহণের তারিখ, স্থানান্তরের তারিখ, করের জন্য আয়ের বিভাগ, উপহারের ক্ষেত্রে অধিগ্রহণের খরচ ইত্যাদি। ভিডিএ থেকে যাঁরা আয় করেছেন, তাঁরা আইটিআর-১ বা আইটিআর-৪ ফাইল করতে পারবেন না। পরিবর্তে, এই ধরনের আয় আইটিআর-২ বা আইটিআর-৩-এ রিপোর্ট করতে পারবেন। এই ধরনের আয় ব্যবসায়িক আয় (Business income) বা মূলধন লাভের (capital gain) শিরোনামে যুক্ত করে কর দেওয়া যেতে পারে।

মূলধন লাভ

যদি কোনো করদাতা মূলধন লাভ হিসাবে আয়ের রিপোর্ট করেন, তা হলে তাঁর জন্য আইটিআর ফাইল করার শেষ তারিখ ৩১ জুলাই।

ব্যবসায়িক আয়

অন্য দিকে, যদি কোনো যদি করদাতা আয়কে ব্যবসায়িক আয় হিসাবে রিপোর্ট করেন, তা হলে তাঁর হিসেব অডিট করা উচিত কি না তা নির্ধারণ করতে তাদের টার্নওভার হিসেব করতে হবে। সেক্ষেত্রে টার্নওভার যদি নির্দিষ্ট সীমা অতিক্রম করে, তবে তাদের অ্যাকাউন্টগুলি অবশ্যই অডিট করতে হবে। এ ধরনের আইটিআর ফাইল করার জন্য নির্ধারিত তারিখ ৩১ অক্টোবর। তবে, যদি টার্নওভার নির্দিষ্ট সীমার নীচে হয়, তা হলে আইটিআর ফাইল করার শেষ তারিখ শুধুমাত্র ৩১ জুলাই।

আরও পড়ুন: 2000 currency exchange: এক মাসে জমা পড়ল দুই-তৃতীয়াংশেরও বেশি ২০০০ টাকার নোট

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.