মহিলা সম্মান স্কিম: জনপ্রিয়তায় ফিক্সড ডিপোজিটকে ছাপিয়ে যাচ্ছে পোস্ট অফিসের এই প্রকল্প

post office

সারা দেশের পোস্ট অফিসে চালু হয়েছে মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র প্রকল্প (Mahila Samman Savings Certificate Scheme)। খুব অল্প সময়ের মধ্যে, বিপুল সংখ্যক মহিলা এই প্রকল্পে যোগ দিয়েছেন। এই স্কিমটি এতটাই জনপ্রিয় হয়ে উঠছে যে ফিক্সড ডিপোজিটকেও (FD) ছাড়িয়ে গিয়েছে।

মাত্র ২ মাসে ৫ লক্ষ মহিলা সম্মান অ্যাকাউন্ট

২০২৩-২৪ বাজেট বক্তৃতা করার সময় এই প্রকল্পটি ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এর পর অর্থমন্ত্রক একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করার পরে মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প‌টি সারা দেশেই পোস্ট অফিসেই চালু করা হয়েছে। অর্থমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, মাত্র ২ মাসে ৫ লক্ষ মহিলা সম্মান অ্যাকাউন্ট খোলা হয়েছে। এখান থেকেই এর জনপ্রিয়তা অনুমান করা যায়।

২ মাসে বিনিয়োগের পরিমাণ ৩,৬৬৬ কোটি টাকা

একটি রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালের ১ এপ্রিল থেকে মে মাসের শেষ পর্যন্ত অর্থাৎ দুই মাসে ৫ লক্ষ মহিলা এই প্রকল্পে বিনিয়োগ করেছেন। এটি সরকারী কোষাগারে ৩,৬৬৬ কোটি টাকা এনেছে। অর্থাৎ গড়ে একটি অ্যাকাউন্টে ৭৩ হাজার টাকার বেশি জমা হয়েছে। জুনের শেষের দিকে, এই প্রকল্পটি ব্যাঙ্কগুলিতেও শুরু হবে বলে আশা করা হচ্ছে। আর সেটা হলে এই প্রকল্পে বিনিয়োগের গতি আরও বাড়বে।

মহিলা সম্মান সেভিংস স্কিম খোলা যাবে মাত্র ২ বছর

মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র হল একটি সরকারি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প, যা শুধুমাত্র মহিলাদের জন্য। এটি আনার মূল কারণ বিনিয়োগ ও আর্থিক ব্যবস্থায় নারীর অংশগ্রহণ বাড়ানো। স্কিমের আওতায় চলতি বছরের ১ এপ্রিল থেকে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত অ্যাকাউন্ট খোলা যাবে। এই স্কিম মাত্র দুই বছরের জন্য। বর্তমানে, এই প্রকল্পটি দেশের ১ লক্ষ ৫৯ হাজার পোস্ট অফিসে চালু করা হয়েছে।

মহিলা সম্মান সেভিংস স্কিমে সুদের হার

অর্থমন্ত্রকের বিজ্ঞপ্তি বলছে, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে মহিলারা কেবল দু’বছরের আমানতের উপর ৭.৫ শতাংশ সুদ পাবেন। শুধুমাত্র মহিলারাই মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিমের অধীনে অ্যাকাউন্ট খুলতে পারেন। অথবা অভিভাবকরা নাবালিকা মেয়ের নামে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। এই স্কিমে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কোনো মহিলা বা নাবালিকার নামে অ্যাকাউন্ট খুলতে পারবেন।

মহিলা সম্মান সেভিংস স্কিমের সুবিধা

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমের অধীনে, শুধুমাত্র মহিলা বা অভিভাবকরাই নাবালকের নামে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। এতে সর্বনিম্ন ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। এতে শুধুমাত্র একক অ্যাকাউন্ট খোলা যাবে। এই স্কিমের অধীনে, ত্রৈমাসিক ভিত্তিতে সুদ অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে।

মহিলা সম্মান সেভিংস স্কিমে বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ বিষয়

এই প্রকল্পের অধীনে অ্যাকাউন্ট বন্ধ করার কোনো বিকল্প নেই। তবে অ্যাকাউন্টধারীর মৃত্যু হলে এটি বন্ধ করা যেতে পারে। এ ছাড়া অন্য কোনো পরিস্থিতিতে সরকার সম্মতি দিলে অ্যাকাউন্ট বন্ধ করা যাবে। প্রিম্যাচিউর অ্যাকাউন্ট ৬ মাস পরেই বন্ধ করা যাবে। টাকা তুলতে হলে ফর্ম-২ পূরণ করতে হবে। নাবালিকারা ফরম-৩ পূরণ করতে পারবে।

মহিলা সম্মান সেভিংস স্কিমে টাকা তোলার সুবিধা

সরকারি এই প্রকল্পে টাকা চোট যাওয়ার কোনো ঝুঁকি নেই। মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্পে টাকা জমা রাখার পরে একটি অংশ তুলে নেওয়াযাবে। ১ বছর পর, ৪০ শতাংশ টাকা তোলা যাবে।

মহিলা সম্মান সেভিংস স্কিমে প্রাপ্ত সুদ করযোগ্য

প্রকল্পে জমা টাকা নিয়ে কোনো ঋণ ঝুঁকি নেই, কারণ এটি সরকার সমর্থিত স্কিম। যাইহোক, মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্রে বিনিয়োগ করার জন্য কোনো কর ছাড়ের সুবিধাও নেই। সাধারণ নিয়ম অনুসারে, এই স্কিমের সুদের আয় করযোগ্য হবে।

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.