৩৫ লক্ষ টাকায় ফিরল বিটকয়েন, ঊর্ধ্বমুখী প্রায় সমস্ত ক্রিপ্টোকারেন্সি

cryptocurrency

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর, ২০২৩) লাভের মুখ দেখল বিটকয়েন-সহ বেশিরভাগ ক্রিপ্টোকারেন্সি (cryptocurrency)। উল্লেখযোগ্য ভাবে, গত ২৪ ঘণ্টায় বিটকয়েনে ২.২৬ শতাংশ মুনাফা দেখেছেন বিনিয়োগকারীরা।

এ দিনের লম্বা লাফের মাধ্যমে সাম্প্রতিক ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই পুষিয়ে নিয়েছে বিটকয়েন (Bitcoin)। ২.২৬ শতাংশ বেড়ে বিটকয়েনের দাম পৌঁছেছে ৪৩ হাজার ৬৭২ মার্কিন ডলারে (যা ভারতীয় টাকায় যা প্রায় ৩৫ লক্ষ)।

আগের দিন ১ হাজার ৬০৮ ডলার যুক্ত হয়েছে বিটকয়েনের দামে। বিশ্লেষকদের মতে, বিটকয়েনের পরবর্তী লক্ষ্য ৪৪ হাজার ৫০০ ডলারের (প্রায় ৩৭ লক্ষ টাকা) ধাপ অতিক্রম করা। যা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকে পরবর্তী রেজিস্ট্য়ান্স লেভেল ৪৮ হাজার ডলারের গণ্ডিতে পৌঁছাতে সাহায্য করতে পারে।

এ দিন আরেক জনপ্রিয় ক্রিপ্টো ইথারের (Ether) দাম সামান্য বেড়েছে। মাত্র ০.০৭ শতাংশ। প্রতিবেদন লেখার সময়, ইথারের মূল্য ২,২০৩ ডলার (প্রায় ১.৮৩ লক্ষ টাকা)। বিশ্লেষকদের মতে, প্রতি বছরই ডিসেম্বর মাসটি একটি প্রধান প্রাইস অ্যাকশন মাস হিসাবে দেখা যায়। কিন্তু সেটি এখনও দেখা যায়নি। বিটকয়েন ইতিমধ্যে একটি আপাত শীর্ষস্থান তৈরি করেছে। ফলে সবেমাত্র উত্তপ্ত হতে শুরু করেছে ক্রিপ্টো মার্কেট।

প্রসঙ্গত, রিপল (Ripple), সোলানা (Solana), কার্ডানো (Cardano), ডোজিকয়েন (Dogecoin), পোলকাডট (Polkadot), পলিগন (Polygon), চেনলিঙ্ক (Chainlink), এবং শিবা ইনু (Shiba Inu)-সহ অন্য ক্রিপ্টোকারেন্সিও বৃহস্পতিবার লাভের মুখ দেখেছে।

আরও পড়ুন: সস্তায় সোনা কেনার দারুণ সুযোগ! সভেরেইন গোল্ড বন্ড স্কিমের তৃতীয় সিরিজ খুলল আরবিআই

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.