বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা আটকে আছে সাহারা গ্রুপে। সাহারা রিফান্ড পোর্টাল চালু হওয়ার পরও অনেক বিনিয়োগকারী নিজেদের টাকা ফেরত পাচ্ছেন না। এ দিকে বিপাকে থাকা সব বিনিয়োগকারীকে বুধবার বড় ধরনের স্বস্তি দিয়েছে সরকার। কেন্দ্রীয় সরকার আবারও সাহারার সমস্ত বিনিয়োগকারীদের আশ্বস্ত করে বলেছে, তাঁদের প্রতিটি পয়সা ফেরত দেওয়া হবে।
বুধবার রাজ্যসভায় এ বিষয়ে এক প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় সমবায় প্রতিমন্ত্রী বিএল ভার্মা। তিনি বলেন, প্রায় ৩ কোটি বিনিয়োগকারী সাহারার সরকারি কমিটির কাছ থেকে টাকা ফেরতের দাবি জানিয়েছেন। তাঁদের দাবি করা সম্মিলিত অর্থের পরিমাণ প্রায় ৮০ হাজার কোটি টাকা। মন্ত্রী বলেন, সাহারায় আটকে থাকা সব বিনিয়োগকারী প্রতিটি পয়সা ফেরত পাবেন।
মন্ত্রী আরও বলেন, সব বিনিয়োগকারীকে আটকে থাকা টাকা ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে সরকার আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। সরকার সুপ্রিম কোর্টের কাছে দাবি করবে যে সাহারা গ্রুপ থেকে আরও তহবিল পাওয়া উচিত। যাতে তিন কোটি বিনিয়োগকারী তাঁদের টাকা ফেরত পেতে পারেন।
মন্ত্রী জানান, সরকার সাহারা সোসাইটির বিনিয়োগকারীদের টাকা ফেরত নিশ্চিত করতে একটি পোর্টাল চালু করেছে। যেখানে বিনিয়োগকারীরা তাঁদের আটকে থাকা অর্থ ফেরত পেতে আবেদন করতে পারেন। মন্ত্রীর কথায়, “এখনও পর্যন্ত ৩ কোটি বিনিয়োগকারী সাহারা রিফান্ড পোর্টালে ৮০ হাজার কোটি টাকা ফেরতের জন্য আবেদন নথিভুক্ত করেছেন। আমরা ৪৫ দিনের মধ্যে তাঁদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছি। আমরা ৫ হাজার কোটি টাকা পেয়েছি। সাহারা গ্রুপের কাছ থেকে আরও তহবিল পেতে আমরা আবার সুপ্রিম কোর্টে যাব, যাতে সমস্ত বিনিয়োগকারীকে তাঁদের টাকা ফেরত দেওয়া যায়”।
সাহারার টাকা ফেরাতে ‘সিআরসিএস সাহারা রিফান্ড পোর্টাল’ (CRCS-Sahara Refund Portal) চালু করেছে কেন্দ্র। সিআরসিএস সাহারা রিফান্ড পোর্টালে কী ভাবে রেজিস্ট্রেশন করবেন, তা বিস্তারিত জানুন এখানে: টাকা ফেরাচ্ছে সাহারা, অনলাইনে কী ভাবে আবেদন জানাবেন