বিটকয়েন, ইথারে পতন! প্রভাব বেশিরভাগ ক্রিপ্টোকারেন্সির দামে

cryptocurrency

মঙ্গলবারের ট্রেডিংয়ে ১.৩৯ শতাংশ লোকসান বিটকয়েনে। তবে এ দিনের ট্রেডিং মূল্যে লোকসান হলেও, বিটকয়েনের দাম রয়েছে ২৭ হাজার ৪১৫ ডলারে (প্রায় ২২ লক্ষ ৮০ হাজার টাকা), যা সেপ্টেম্বর জুড়ে বিটিসি লেনদেন করা মূল্যসীমার সঙ্গে তুলনামূলক ভাবে বেশি।

সবচেয়ে মূল্যবান ক্রিপ্টোকারেন্সি আগের সপ্তাহের শেষ দিক সমেত গত তিন দিনে ৪৯৮ ডলারের (প্রায় ৪১ হাজার ৪৫৭ টাকা) মূল্য বৃদ্ধি রেকর্ড করেছে। তবে, বিটিসি-তে এ দিনের লোকসান ইথার-সহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সিতে প্রভাব ফেলেছে।

এ দিন বিটিসির চেয়েও বেশি লোকসান করেছে ইথার। এই প্রতিবেদন লেখার সময়, ৩.২৩ শতাংশ হারানোর পরে ইথার ১ হাজার ৬৬১ ডলারে (প্রায় ১ লক্ষ ৩৮ হাজার টাকা) ট্রেড করছিল। গত তিন দিনে, ইথারের দামে উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাওয়া যায়নি।

সাধারণত, বিটকয়েন এবং ইথারের মতো ক্রিপ্টোর দামে ওঠা-নামা বাজারের অন্য ক্রিপ্টোগুলির গতিপথ নির্দেশ করে। ঠিক যেমন আজ, এই দুই ক্রিপ্টোর দাম কমতে অন্য ক্রিপ্টোর দামও নিম্নমুখী প্রবণতা দেখাচ্ছে। এগুলির মধ্যে রয়েছে বিন্যান্স কয়েন, রিপল, সোলানা, কারডানো, ডোজিকয়েন, এবং শিবাইনু — সবগুলোরই মূল্য হ্রাস পেয়েছে।

ক্রিপ্টো প্রাইস চার্টের লোকসানের দিকে এগুলির সঙ্গে আরও কিছু কয়েন রয়েছে। যেমন চেইনলিঙ্ক, অ্যাভাল্যাঞ্চ, স্টেলার, মোনেরো, কসমস এবং ইউনিস্যাপ।

পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘন্টায় ক্রিপ্টো সেক্টরের সামগ্রিক মূল্যায়ন ১.৮০ শতাংশ কমেছে। CoinMarketCap-এর তথ্য অনুযায়ী, বর্তমান ক্রিপ্টো মার্কেট ক্যাপ দাঁড়িয়েছে ১.০৯ ট্রিলিয়ন ডলার (প্রায় ৯০,৭৩,৮৫৭ কোটি টাকা)৷

এ দিকে, সামান্য মুনাফা করে আজ সবুজে বাণিজ্য করেছে কিছু ক্রিপ্টোকারেন্সি। এগুলির মধ্যে রয়েছে টিথার, ইউএসডি কয়েন, বিটকয়েন ক্যাশ, লিও, বিটকয়েন এসভি এবং কার্টেসি।

আরও পড়ুন: স্বল্প সঞ্চয়ে সুদের হার সংশোধন, শুধুমাত্র একটি প্রকল্পে সুদ বাড়াল কেন্দ্র

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.