বছর ঘুরলেই লোকসভা ভোট, প্রভাব পড়বে কি শেয়ার বাজারে?

Bombay Stock Exchange

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। ২০২৪ সালের সাধারণ নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। পাশাপাশি, আর অনেক কিছুর মতোই প্রভাব পড়তে চলেছে দেশের শেয়ার বাজারেও।

বিশ্লেষকদের মতে, আগামী ১২ মাসের মধ্যে লোকসভা ভোট হওয়ার কথা। ভোটের আগে তো বটেই, ভোট-পরবর্তী সময়েও রাজনৈতিক যুদ্ধের আঁচ পড়বে স্টক মার্কেটে।

উদাহরণ হিসেবে শেষ কয়েকটি লোকসভা ভোট এবং শেয়ার মার্কেটে তার প্রভাবের সংক্ষিপ্ত উদাহরণ তুলে ধরা যেতে পারে। গত ২০০৪ সালের লোকসভা ভোটের পর জোরালো সংশোধনের পথ ধরেছিল শেয়ার বাজারের সূচকগুলি। ২০০৯ সালের লোকসভা ভোটের পর বাজার ছিল ঊর্ধ্বমুখী। আবার ২০১৪ সালের লোকসভা ভোটের আগের বছর থেকেই ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল শেয়ার বাজার।

নির্বাচনীযুদ্ধ শুধু যে দেশীয় বিনিয়োগকারীদেরই প্রভাবিত করবে তা নয়, বিদেশি বিনিয়োগকারীরাও সেদিকে তাকিয়ে থাকবেন। ভোটের প্রস্তুতি চলাকালীন বিভিন্ন ধরনের সম্ভাবনা এবং মূল্যায়ন এবং জনমত সমীক্ষা সামনে আসবে। আর ভোটের ফলাফল প্রকাশের পরেও আসবে সরকার গঠন, সরকারের আগামী লক্ষ্য ইত্যাদি নিয়ে এক প্রস্থ মূল্যায়ন। এই সময়কালে টানাপোড়েন থাকাটাও স্বাভাবিক। এমনকী তেমন কিছু ঘটলে অস্থিরতা সৃষ্টি হওয়া আশ্চর্যের বিষয় নয়।

ফলাফলে প্রত্যাশার চেয়ে অন্যরকম কিছু হলে বিনিয়োগকারীরা তাঁদের শেয়ার বিক্রি করা শুরু করবেন। তবে শেয়ার বিক্রির তীব্রতা কী মাত্রা পাবে তা নির্বাচনের চূড়ান্ত ফলের উপরই নির্ভর করে। অন্য দিকে, প্রত্যাশা পূরণ হলে বিনিয়োগের বহর বাড়বে, চড়চড় করে উপরের দিকে উঠতে পারে সূচকগুলি।

আরও পড়ুন: Loan: কত ধরনের ঋণ পাওয়া যায়? জেনে রাখুন, প্রয়োজনে কাজে লাগবে

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.