ডিজিটাল লেনদেন যতই বাড়ুক নগদই এখনও ‘রাজা’। ২০১৬ সালে নোটবন্দির পর থেকে এটিএম থেকে টাকা তোলার হার বেড়েছে ২৩৫ শতাংশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালের মার্চের শেষে ২.৮৪ লক্ষ কোটিতে পৌঁছেছে এটিএম থেকে তোলা নগদের পরিমাণ।
ব্যাঙ্কিং লজিস্টিক এবং প্রযুক্তি পরিষেবা প্রদানকারী সংস্থা সিএমএস ইনফোসিস্টেম-এর তথ্য অনুসারে, ২০২৩ আর্থিক বছরে সারা দেশে এটিএম থেকে টাকা তোলায় ১৬.৬ শতাংশ বৃদ্ধি ঘটেছে। সংস্থার ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিসেসের প্রেসিডেন্ট অনুশ রাঘবন সংবাদ মাধ্যমের কাছে বলেন, “এটিএমে মাসিক গড় নগদ পূরণে আমরা ১০.১ শতাংশ বৃদ্ধি দেখেছি। ২০২৩ আর্থিক বছরে ই-কমার্স কোম্পানিগুলির সঙ্গে প্রতি পয়েন্টে গড় নগদ সংগ্রহ ১.৩ গুণ বৃদ্ধি পেয়েছে।”
দেশের মধ্যে মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাড়ু, কর্নাটক এবং উত্তরপ্রদেশের এটিএমগুলি থেকে সবচেয়ে বেশি টাকা তোলা হয়েছে।
আরও পড়ুন: সাময়িক ভাবে এই সেভিংস অ্যাকাউন্ট খোলা বন্ধ রাখল ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক