
নতুন ডিজিটাল সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বন্ধ করে দিয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB)। সাময়িক ভাবে সমস্ত মাধ্যমেই এই অ্যাকাউন্ট খোলা স্থগিত রয়েছে। তবে নিয়মিত সেভিংস অ্যাকাউন্ট, প্রিমিয়াম সেভিংস অ্যাকাউন্ট, বেসিক সেভিংস অ্যাকাউন্টের মতো অন্যান্য সেভিংস অ্যাকাউন্ট খোলা যাবে আগের মতোই।
আইপিপিবি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সংশ্লিষ্ট সকলকে জানানো হচ্ছে যে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক ১৮ মে থেকে সমস্ত চ্যানেলের মাধ্যমে সাময়িক ভাবে নতুন ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট খোলা বন্ধ করেছে। অনুগ্রহ করে মনে রাখবেন, অন্য অ্যাকাউন্টধারীরা এতে প্রভাবিত হবে না এবং চালু পরিষেবাগুলি বজায় থাকবে।”
আইপিপিবি-র ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর থেকে ডাউনলোড করা যেতে পারে এবং আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপ স্টোরেও পাওয়া যায়। ১৮ বছরের বেশি বয়সের যে কেউ, আধার এবং প্যান কার্ড থাকলে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। অ্যাকাউন্টটি বাড়িতে বসেই সহজ পদ্ধতিতে খোলা যেতে পারে। যে কোনো সময়, যে কোনো জায়গায় খোলা যায় এই অ্যাকাউন্ট। যদিও আপাতত এই এ ধরনের নতুন অ্যাকাউন্ট খোলা যাবে না।
তবে আইপিপিবি-তে অ্যাকাউন্ট খুলতে আগ্রহীরা আপাতত বাকি বিকল্পগুলি বেছে নিতে পারেন। ওয়েবসাইটের তথ্য অনুসারে, নিয়মিত সেভিংস অ্যাকাউন্ট, প্রিমিয়াম সেভিংস অ্যাকাউন্ট, বেসিক সেভিংস অ্যাকাউন্টের মতো অন্যান্য সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন গ্রাহক।
আরও পড়ুন: পোস্ট অফিসে কি ২ হাজার টাকার নোট বদল করা যাবে? কী বলছে ডাক বিভাগ