
বাজার থেকে ২ হাজার টাকার নোট সরিয়ে নেওয়ার ঘোষণা করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। গত শুক্রবার (১৯ মে) এই ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাঙ্ক। জানিয়ে দেওয়া হয়, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাঙ্কের শাখায় গিয়ে ২ হাজার টাকা নোট জমা অথবা বিনিময় করা যাবে। পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্কের আঞ্চলিক অফিসগুলিতেও এই কাজটি সেরে নেওয়া যাবে। তার আগে পর্যন্ত অবশ্য ২ হাজার টাকার নোটের আইনি বৈধতা বজায় থাকছে।
অর্থাৎ, যাদের কাছে ২ হাজার টাকার নোট আছে তারা নোটগুলি জমা দিতে বা পরিবর্তন করতে কোনো ব্যাঙ্কের শাখায় যেতে পারেন। এখন প্রশ্ন, আপনি কি পোস্ট অফিসে ২ হাজার টাকার নোট বদলাতে পারবেন? জেনে নিন ডাক বিভাগ কী বলছে।
এই বিষয়ে, ডাক বিভাগ ঘোষণা করেছে যে পোস্ট অফিস এবং নগদ পরিচালনাকারী অন্যান্য অফিসগুলিতে ২ হাজার টাকার নোট বদল করা যাবে না। সোমবার ডাক বিভাগের জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “নোট বদলের জন্য ব্যাঙ্কে যাওয়া উচিত। যাইহোক, কোনো ডাক লেনদেনের জন্য পোস্ট অফিস/ইউনিটগুলিতে ২ হাজার টাকার নোট ফেরানো হবে না।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “প্রযোজ্য কেওয়াইসি নিয়মগুলি সম্পূর্ণরূপে মেনে চলে কোনো সীমা ছাড়াই কোনো ব্যক্তি নিজের অ্যাকাউন্টে ২ হাজার টাকার নোট জমা করতে পারবেন। বর্তমান নির্দেশ অনুসারে পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে স্বাভাবিক পদ্ধতিতে ২ হাজার টাকার নোট গ্রহণ করা হবে। তবে সমস্ত পোস্ট অফিস ইউনিট গ্রাহকদের ২ হাজার টাকার নোট দেওয়া বন্ধ করবে।”
আপনার কাছে যদি ২০০০ টাকার নোট থাকে, তা হলে আপনি সেগুলিকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে পারেন বা চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্কে গিয়ে বদলে নিতে পারেন। জমা করার জন্য পুরনো নিয়ম বজায় থাকলেও বদলের ক্ষেত্রে একটি দৈনিক সীমা বেঁধে দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এখানে ক্লিক করে বিশদে জেনে নিন সেসব: বাতিল হচ্ছে ২০০০ টাকার নোট! জানুন জমা এবং বদলের শেষ তারিখ, দৈনিক সীমা-সহ বিস্তারিত