
অসময়ের কথা মাথায় রেখে সঞ্চয়ে জোর দেন অধিকাংশ মানুষ। তবে অনেক সময় কিছু অনাহূত পরিস্থিতিতে কোনো প্রকল্পে রাখা টাকা তুলতে নিতে বাধ্য হতে হয়। মেয়াদ পূরণের আগেই টাকা তুলে নেওয়ার জন্য চার্জ কেটে নেওয়া হতে পারে।
কিন্তু মেয়াদ পূরণের আগে কোন প্রকল্প থেকে কত টাকা তুলে নিলে, কতটা চার্জ করা হয়, সে ব্যাপারে অনেকের কাছেই স্পষ্ট ধারণা থাকে না। তাই কোথাও বিনিয়োগ বা অর্থ সঞ্চয় করার আগে আমাদের অবশ্যই চার্জ এবং এর থেকে আমরা কী সুবিধা পাওয়া যায়, সে সম্পর্কে জেনে নেওয়া ভালো।
ফিক্সড ডিপোজিটে সঞ্চয়কে অনেকেই নিরাপদ এবং লাভজনক বলে মনে করে। মেয়াদ পূরণ হয়ে গেলে পুরো টাকা তুলে নেওয়া যায়। বিভিন্ন ব্যাঙ্ক নিজের গ্রাহককে ফিক্সড ডিপোজিটে বিভিন্ন হারে সুদ দেয়। কিন্তু এখন প্রশ্ন হল যদি কোনো কারণে এফডি-র মেয়াদপূর্তির আগেই টাকা তুলতে হয়, তা হলে তার জন্য কত টাকা নেওয়া হবে?
ম্যাচিউরিটি হওয়ার আগেই এফডি থেকে টাকা তোলার সুবিধা দিয়ে থাকে ব্যাঙ্কগুলি। আপনি যদি মেয়াদ শেষ হওয়ার আগেই আপনার এফডি থেকে টাকা তুলতে চান, তা হলে আপনাকে সাধারণত ০.৫ শতাংশ থেকে ৩ শতাংশ পর্যন্ত পেনাল্টি চার্জ দিতে হয়। এ ভাবে টাকা তোলার চার্জ বিভিন্ন ব্যাঙ্কে আলাদা হতে পারে।
যেমন, মেয়াদ পূরণের আগে এফডি থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত তোলার জন্য ০.৫ শতাংশ চার্জ কাটে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। টাকার পরিমাণ ৫ লক্ষ টাকার বেশি হলে ১ শতাংশ পেনাল্টি চার্জ দিতে হয়। অন্য দিকে, এইচডিএফসি-তে এই চার্জ ১ শতাংশ।
আরও পড়ুন: Loan: কত ধরনের ঋণ পাওয়া যায়? জেনে রাখুন, প্রয়োজনে কাজে লাগবে