ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) ছেড়ে গিয়েছেন একটা বড়ো অংশের গ্রাহক। গত ডিসেম্বরের রিলায়েন্স জিও (Reliance Jio)-র গ্রাহক বেড়েছে প্রায় ১৭ লক্ষ। একই সময় ভারতী এয়ারটেলের (Bharti Airtel) গ্রাহক বৃদ্ধি পেয়েছে প্রায় ১৫ লক্ষ ২০ হাজার। বিপরীতে ক্রমাগত গ্রাহক হারিয়েছে ভোডাফোন আইডিয়া। উল্লেখযোগ্য ভাবে, এই বেসরকারি টেলিকম সংস্থা এখনও ৫জি পরিষেবা চালু করেনি ভারতে।
ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি (Trai)-র সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ডিসেম্বরে প্রায় ২৪ লক্ষ ৭০ হাজার গ্রাহক হারিয়েছে ভিআই (Vi)। উল্টো দিকে এই সময়ের মধ্যে জিও এবং এয়ারটেলের গ্রাহক সংখ্যা বেড়ে হয়েছে যথাক্রমে ৪২ কোটি ৪৫ লক্ষ ১০ হাজার এবং ৩৬ কোটি ৭৬ লক্ষ।
ট্রাই-এর তথ্য বলছে, চার মাসে তৃতীয়বারের জন্য হ্রাস পেয়েছে মোট ওয়্যারলেস গ্রাহক। ২০২২ সালের ডিসেম্বরের শেষে যা নেমে এসেছে ১১৪ কোটি ২০ লক্ষে, যা নভেম্বরে ছিল ১১৪ কোটি ৩০ লক্ষ। গ্রামীণ ব্যবহারকারীদের হ্রাসের কারণেই এই অবনমন। গ্রামীণ ওয়্যারলেস ব্যবহারকারীর সংখ্যা এক মাস আগে ৫১ কোটি ৬৪ লক্ষ ৫০ হাজার, সেটাই কমে দাঁড়িয়েছে ৫১ কোটি ৫৮ লক্ষ ৯০ হাজার। অন্য দিকে, শহরাঞ্চলে বেড়েছে গ্রাহক সংখ্যা। আগের মাসে যা ছিল ৬২ কোটি ৬৬ লক্ষ, ডিসেম্বরে সেটাই বেড়ে হয়েছে ৬২ কোটি ৭০ লক্ষ ৩ হাজার।
ভারতী এয়ারটেল এবং রিলায়েন্স জিও উভয় সংস্থারই গ্রামীণ গ্রাহক বেড়েছে বলে জানিয়েছে ট্রাই। নিয়ন্ত্রক সংস্থা তথ্য অনুযায়ী, এই সময়কালে এয়ারটেল এবং জিও-র গ্রামীণ গ্রাহক বেড়েছে যথাক্রমে সাড়ে ৮ লক্ষ এবং সাড়ে ৫ লক্ষ। যেখানে ভোডাফোন আইডিয়া হারিয়েছে ১৬ লক্ষ গ্রামীণ গ্রাহক।
আরও পড়ুন: স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের সময়সীমা বাড়ল, জানুন জমি-বাড়ি কিনতে কী সুবিধা মিলবে
Discover more from banglabiz
Subscribe to get the latest posts sent to your email.