নতুন বছরেও পিছু ছাড়ছে না কর্মী ছাঁটাইয়ের দু:সংবাদ। গত বছরের শেষ দিকে বড়োসড়ো কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে দেশ-বিদেশের বিভিন্ন সংস্থা। এ বার সেই তালিকায় যুক্ত হয়েছে বেসরকারি টেলিকম সংস্থা ভোডাফোন-আইডিয়া (Vodafone-Idea)।
মিডিয়া রিপোর্টে প্রকাশ, বাজারে ক্রমবর্ধমান চাপ ভোডাফোন-আইডিয়াকেও প্রভাবিত করেছে। যে কারণে এই সংস্থা আবারও নিজের বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, আগামী ৫ বছরের জন্য একটা অংশের কর্মীকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।
বাজারে মন্দার প্রভাবের পরিপ্রেক্ষিতে ভোডাফোন-আইডিয়া গত বছরের নভেম্বরেই খরচ কমানোর ঘোষণা করেছিল। সংস্থাটি ঘোষণা করেছিল, ২০২৬ সাল নাগাদ ১০৮ কোটি ডলার পর্যন্ত ব্যয় হ্রাস করবে। স্পেনের টেলিফোনিকা এবং ফ্রান্সের অরেঞ্জের মতো ইউরোপীয় বাজারের বড়ো টেলিকম কোম্পানিগুলিও ৫০ শতাংশ পর্যন্ত খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
ফিনান্সিয়াল টাইমস-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ভোডাফোন বিশ্বব্যাপী চাকরি ছাঁটাই করার পরিকল্পনা করছে। এর মধ্যে সংস্থার লন্ডন অফিসে সবচেয়ে বড়ো ছাঁটাই করা হবে। সারা বিশ্বে প্রায় ১,০৪,০০ জন কর্মরত রয়েছেন ভোডাফোনে। ভারতে এই ভিআই ব্র্যান্ড নামে কাজ করে। তবে, এই ছাঁটাইয়ের প্রভাব ভারতের ওপর কতটা পড়বে, তা এখনই বলা মুশকিল।
শুধু ভোডাফোন নয়, আরও অনেক সংস্থাই নিজের কর্মীদের ছাঁটাই করেছে। এই তালিকায় রয়েছে বাইজুস, আনঅ্যাকাডেমি, লিড, সুইগি, বেদান্তু ইত্যাদি অনেক স্টার্টআপ কোম্পানি। এমনকি টুইটার, অ্যামাজন, ফেসবুকের মূল সংস্থা মেটা, অ্যামাজন, মাইক্রোসফ্টের মতো অনেক বড়ো সংস্থা বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করেছে। ২০২৩ সালেও রয়ে গিয়েছে মন্দার ছায়া।
আরও পড়ুন: শিক্ষা ঋণ থেকে কর ছাড়, কী কী সুবিধা, শর্তই বা কী