সাশ্রয়ী মূল্যের ফাইভ-জি ডেটা প্যাক চালু করেছে রিলায়েন্স জিও (Reliance Jio)। এই প্যাকের দাম রাখা হয়েছে ৬১ টাকা। এই প্ল্যানের সঙ্গে ফাইভ-জি হাই-স্পিড ইন্টারনেট ডেটাও দিচ্ছে সংস্থা। তবে এই পরিষেবাটি শুধুমাত্র তাঁদের জন্য, যাঁরা জিও-র পক্ষ থেকে ওয়েলকাম অফার মেসেজ পেয়েছেন।
এই প্রথম অফিসিয়াল ফাইভ-জি ডেটা প্ল্যানের দাম শুধুমাত্র ৬১ টাকা রেখেছে জিও। এই প্ল্যানের মাধ্যমে ব্যবহারকারীরা ৬ জিবি ফাইভ-জি ডেটা পেতে পারেন। তবে মাথায় রাখতে হবে, যে সমস্ত জিও ব্যবহারকারীরা ওয়েলকাম অফার পেয়েছেন, তাঁরা এই সুবিধা পেতে পারেন।
৬১ টাকার এই প্ল্যানে গ্রাহকরা ৬ জিবি ডেটা পাবেন, এটা মূলত একটি ডেটা ভাউচার প্ল্যান। এতে, ৬ জিবি ফাইভ-জি ডেটা ছাড়া গ্রাহকদের অন্য কোনো সুবিধা দেওয়া হচ্ছে না।
অর্থাৎ এই প্ল্যানে কোনো ভ্যালিডিটি সুবিধা দেওয়া হবে না। নিয়মিত প্ল্যানটি সক্রিয় থাকা পর্যন্ত এই ভাউচারটি কাজ করবে।
এই প্ল্যানটি ছাড়াও, ১১৯, ১৪৯, ১৭৯, ১৯৯ এবং ২০৯ টাকার প্ল্যানও লঞ্চ করেছে জিও। সক্রিয় রিচার্জ প্ল্যান পর্যন্ত এগুলির বৈধতা থাকবে। এর মধ্যেও ব্যবহারকারীরা ৬ জিবি হাই-স্পিড ফাইভ-জি ইন্টারনেট ডেটা পাবেন।
প্রসঙ্গত, কয়েকটি শহরে নিজের ফাইভ-জি পরিষেবা শুরু করেছে জিও। এখন ধীরে ধীরে নিজের কভারেজ প্রসারিত করছে সংস্থা। চলতি বছরের জুন মাসের মধ্যেই পুরো কলকাতা এই পরিষেবার আওতায় আসবে বলে ইতিমধ্যে জানিয়েছে সংস্থা। কলকাতা ছাড়াও শিলিগুড়িতেও হাই-স্পিড ডেটা পরিষেবা পাবেন জিও ফাইভ-জি ব্যবহারকারীরা।
আরও পড়ুন: কর বাঁচাতে ভরসা রাখতে পারেন ইএলএসএস-এর উপর, কী ভাবে কাজ করে এই প্রকল্প