বিবি ডেস্ক: অ্যাপল (Apple) স্মার্টফোনগুলি সেলুলার অপশন সাপোর্ট করলেও আইফোন (iPhones) এখনও ফাইভ-জি (5G) সংযোগ পায়নি। এয়ারটেল জানিয়েছে, অ্যাপল সফটওয়্যার আপডেট করলে তার ফাইভ-জি নেটওয়ার্ক কাজ করবে আইফোনগুলিতে। অ্যাপল সূত্রে খবর, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ভারতে ফাইভ-জি পরিষেবা পাবেন আইফোন ব্যবহারকারীরা।
দিল্লি, মুম্বই এবং চেন্নাই-সহ প্রধান শহরগুলিতে চালু হয়ে গিয়েছে ফাইভ-জি পরিষেবা (5G service)। এই পরিষেবা পাচ্ছেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। এয়ারটেল এখন দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, শিলিগুড়ি, নাগপুর এবং বারাণসীতে ফাইভ-জি পরিষেবা শুরু করছে। এরই মধ্যে খবর, চলতি বছরের মধ্যেই অ্যাপল আইফোন (Apple iPhones)-এ ফাইভ-জি আপডেট আসছে।
ভারতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য প্রাথমিক ভাবে ফাইভ-জি পরিষেবা চালু করেছে এয়ারটেল (Airtel) এবং জিও (Jio)। তবে এই পরিষেবা আপাতত দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ের মতো প্রধান শহরগুলিতে মিলছে। আবার শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা নিজেদের ডিভাইসে ফাইভ-জি সাপোর্ট পেতে শুরু করেছেন। আইফোন ব্যবহারকারীদের জন্য অপেক্ষা এখনও শেষ হয়নি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অ্যাপল আইফোনে এউ আপডেট চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই আসছে।
রিপোর্ট অনুসারে, ‘সুপারফাস্ট নেটওয়ার্কে ডিভাইসগুলি পরীক্ষা এবং যাচাই করার’ পরে ডিসেম্বরের মধ্যে নিজের আইওএস সফটওয়্যারে ফাইভ-জি আপডেট আনার পরিকল্পনা করেছে অ্যাপল। অ্যাপল আইফোন ১২ অথবা তার উপরের সংস্করণগুলি ফাইভ-জি সাপোর্ট করে।
ফাইভ-জি পরিষেবা চালুর ব্যাপারে আলোচনা করতে অ্যাপল এবং এয়ারটেলের সিনিয়র এক্সিকিউটিভরা মিলিত হন। প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল কখন আইফোন ব্যবহারকারীদের জন্য এই পরিষেবা চালু করবে, সে সব নিয়েই আলোচনা হয়েছে বৈঠকে।
দ্য ইকোনমিক টাইমস-কে দেওয়া এক বিবৃতিতে অ্যাপল বলেছে, “আমরা ভারতে আমাদের ক্যারিয়ার পার্টনারদের সঙ্গে কাজ করছি যাতে নেটওয়ার্ক যাচাইকরণ এবং গুণমান এবং কার্যকারিতার জন্য পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আইফোন ব্যবহারকারীদের জন্য সেরা ফাইভ-জি পরিষেবা পৌঁছে দেওয়া যায়”।
রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল, স্যামসাং এবং অন্যান্য মোবাইল ফোন নির্মাতাদের দেশে ফাইভ-জি সাপোর্ট করার জন্য সফটওয়্যার আপগ্রেডগুলিকে অগ্রাধিকার দেওয়ার জন্য চাপ দিতে পারে কেন্দ্রীয় সরকার। কারণ, সংস্থাগুলি উচ্চ-প্রযুক্তি বিভিন্ন মডেলের মোবাইল ফোন বাজারে ছাড়লেও সেগুলি ফাইভ-জি ব্যবহারে সক্ষম নয়। এটাকেই কেন্দ্রের উদ্বেগের কারণ হিসেবে বর্ণনা করেছে সংবাদ সংস্থা।
আরও পড়ুন: আবগারিতে রাজস্ব বৃদ্ধি ২১ শতাংশ! কী ভাবে ‘ম্যাজিক’ করল নবান্ন, জানতে চায় বহু রাজ্য