ভোডাফোনের গ্রাহকে কোপ জিও-এয়ারটেলের
ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) ছেড়ে গিয়েছেন একটা বড়ো অংশের গ্রাহক। গত ডিসেম্বরের রিলায়েন্স জিও (Reliance Jio)-র গ্রাহক বেড়েছে প্রায় ১৭ লক্ষ। একই সময় ভারতী এয়ারটেলের (Bharti Airtel) গ্রাহক বৃদ্ধি পেয়েছে প্রায় ১৫ লক্ষ ২০ হাজার। বিপরীতে ক্রমাগত গ্রাহক হারিয়েছে ভোডাফোন আইডিয়া। উল্লেখযোগ্য ভাবে, এই বেসরকারি টেলিকম সংস্থা এখনও ৫জি পরিষেবা চালু করেনি ভারতে।
ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি (Trai)-র সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ডিসেম্বরে প্রায় ২৪ লক্ষ ৭০ হাজার গ্রাহক হারিয়েছে ভিআই (Vi)। উল্টো দিকে এই সময়ের মধ্যে জিও এবং এয়ারটেলের গ্রাহক সংখ্যা বেড়ে হয়েছে যথাক্রমে ৪২ কোটি ৪৫ লক্ষ ১০ হাজার এবং ৩৬ কোটি ৭৬ লক্ষ।
ট্রাই-এর তথ্য বলছে, চার মাসে তৃতীয়বারের জন্য হ্রাস পেয়েছে মোট ওয়্যারলেস গ্রাহক। ২০২২ সালের ডিসেম্বরের শেষে যা নেমে এসেছে ১১৪ কোটি ২০ লক্ষে, যা নভেম্বরে ছিল ১১৪ কোটি ৩০ লক্ষ। গ্রামীণ...