Connect with us

খবর

ফিক্সড ডিপোজিটে ৮.১০ শতাংশ! সুদের হার বাড়াল ডিসিবি ও আইডিবিআই ব্যাঙ্ক

আরবিআই-এর এই পদক্ষেপের পরই স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধি ঘোষণা করেছে অনেক ব্যাঙ্ক।

Published

on

Currency

ফিক্সড ডিপোজিটে (FD) সুদের হার বাড়িয়েছে দুই বেসরকারি ব্যাঙ্ক ডিসিবি (DCB Bank) এবং আইডিবিআই ব্যাঙ্ক (IDBI Bank)। ২ কোটি টাকার কম এফডি-তে সুদের হার বাড়িয়েছে দুই ব্যাঙ্ক। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) সম্প্রতি রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৬.৫০ শতাংশ করেছে। তার পরই এই দুই বেসরকারি ব্যাঙ্কের সুদের হার সংশোধন।

সর্বোচ্চ ৮.১০ শতাংশ!

সংশোধিত হার অনুযায়ী, ডিসিবি ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের সর্বোচ্চ ৭.৬০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের সর্বোচ্চ ৮. ১০ শতাংশ সুদ দিচ্ছে। একই সময়ে, আইডিবিআই ব্যাঙ্কে এখন সাধারণ বিনিয়োগকারীদের সর্বোচ্চ ৭.২৫ শতাংশ এবং প্রবীণ বিনিয়োগকারীদের ৮ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে।

ডিসিবি ব্যাঙ্ক

এই ব্যাঙ্কের এফডি-তে সাধারণ বিনিয়োগকারীরা ৭০০ দিনের মেয়াদে সুদ পাবেন ৭.৬০ শতাংশ হারে। অন্য দিকে, প্রবীণ নাগরিকরা ৮.১০ শতাংশ রিটার্নের সুবিধা পাচ্ছেন। যেখানে, এক বছরের এফডি-তে সাধারণ নাগরিকদের ৭.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.৭৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।

আইডিবিআই ব্যাঙ্ক

এই ব্যাঙ্ক নিজের গ্রাহকদের ৪৪৪ দিন এবং ৭০০ দিনের দু’টি ফিক্সড ডিপোজিট অফার করছে। ৪৪৪ দিনের বিশেষ এফডি০তে সাধারণ নাগরিকদের ৭.১৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.৯০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। একই সময়ে, ৭০০ দিনের এফডিতে সাধারণের জন্য ৭.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৮.০০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।

আরবিআই রেপো রেট

গত ৮ ফেব্রুয়ারি রেপো রেট ২৫ বিপিএস বৃদ্ধি করেছে আরবিআই। ডিসেম্বরের মুদ্রানীতি পর্যালোচনায়, কেন্দ্রীয় ব্যাঙ্ক মূল সুদের হার ৩৫ বিপিএস বাড়িয়েছিল। তার পরে রেপো রেট ৬.২৫ শতাংশ হয়েছিল। গত বছরের মে থেকে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে রিজার্ভ ব্যাঙ্ক স্বল্পমেয়াদী ঋণের হার ২২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। ফের এক বার বৃদ্ধির ফলে রেপো রেট দাঁড়িয়েছে ৬.৫০ শতাংশে। আরবিআই-এর এই পদক্ষেপের পরই স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধি ঘোষণা করেছে অনেক ব্যাঙ্ক।

আরও পড়ুন: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এসবিআই

Advertisement