কী ভাবে জিএসটি-র জন্য রেজিস্টার করবেন? জানুন সহজ পদ্ধতি

GST

পণ্য ও পরিষেবা কর (GST)-এর জন্য রেজিস্টার করতে GST REG-01 ফর্মটি পূরণ করা আবশ্যক। এই ফর্মটি অনলাইনে পূরণ করা যেতে পারে। বলে রাখা ভালো, এটি সম্পূর্ণ বিনামূল্যে করা যায়।

GST REG-01 ফর্ম দু’টি ভাগে বিভক্ত, একটি পার্ট এ এবং অন্যটি পার্ট বি। মনে রাখবেন, এই ফর্মের উভয় অংশ- এ এবং বি সঠিক তথ্য দিয়ে পূর্ণ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অন্যথায়, জিএসটি রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে না।

জিএসটি রেজিস্ট্রেশন ফর্ম পূরণে কী কী নথি প্রয়োজন

১. সিআইএন নম্বর/ সংস্থার সার্টিফিকেট অব ইনকর্পোরেশন (যদি প্রয়োজন হয়)

২. প্যান কার্ড

৩. মেমোরেন্ডাম এবং আর্টিকেল অব অ্যাসোসিয়েশন বা অংশীদারিত্বের ডিড, এলএলপি ডিড ইত্যাদি প্রযোজ্য

৪. ব্যবসার ঠিকানার প্রমাণ [মালিকানা চুক্তি, ভাড়া / ইজারা দলিল/ সম্মতি পত্র বা অনাপত্তি সনদ (এনওসি) প্রমাণ-সহ জায়গাটি ব্যবহার করার জন্য যে আইনি অধিকার বা মালিকানা রয়েছে (বিদ্যুৎ বিল, জমির রেকর্ড ইত্যাদি) ।]

৫. মালিক/সমস্ত অংশীদার/কর্তা/ব্যবস্থাপনা ডিরেক্টরদের তালিকা এবং কোম্পানির অ্যাসোসিয়েশন/বোর্ড অব ট্রাস্টি ইত্যাদির সার্বক্ষণিক ডিরেক্টর/সদস্যদের পরিচয় প্রমাণ-সহ [পাসপোর্ট/প্যান কার্ড/আধার ইত্যাদি] (যদি প্রযোজ্য হয়)

৬. কোম্পানির জন্য অনুমোদিত স্বাক্ষরকারীর নাম, বাসস্থানের বিবরণ, আধার এবং প্যান কার্ড।

কী ভাবে জিএসটি-র জন্য রেজিস্টার করবেন

১. জিএসটি পোর্টাল https://www.gst.gov.in/-এ যান। ‘সার্ভিস ট্যাব’-এর আওতায় রেজিস্ট্রেশন বোতামে ক্লিক করুন। এরপর ‘নিউ রেজিস্ট্রেশন’-এ ক্লিক করুন।

২. GST REG-01 ফর্মের অংশ-এ-র তথ্যগুলি পূরণ করতে হবে

৩. যাবতীয় তথ্য পূরণের পর মোবাইল এবং ই-মেলে পৃথক দু’টি ওটিপি আসবে। সেগুলি দেওয়ার পর প্রসিড-এ ক্লিক করুন

৪. পার্ট এ আবেদনকারীর জন্য একটি প্রাথমিক যাচাইকরণ পর্ব। পূরণ করা তথ্য অনলাইন যাচাইয়ের মধ্য দিয়ে যাওয়ার পরে, “টেম্পোরারি রেফারেন্স নম্বর” (TRN) নামে পরিচিত একটি অনন্য রেফারেন্স নম্বর জারি করা হবে। এই টিআরএন পার্ট বি-তে এগিয়ে যাওয়ার জন্য অপরিহার্য

৫. এর পর নতুন একটি ওয়েব পেজ খুলবে। টিআরএন ব্যবহার করে আবেদনপত্রের পার্ট বি পূরণ করা যাবে। এর জন্য ১৫ দিন সময় পাওয়া যাবে। পার্ট বি-তে যাবতীয় তথ্য দেওয়ার পর টিআরএন এবং ক্যাপচা কোড পূরণ করতে হবে। ফের প্রসিড বোতামে ক্লিক করুন

৬. একটি নতুন ওয়েবপেজ খুলবে। আবেদনকারীর মোবাইল নম্বর এবং ‘ড্রাফ্ট’ হিসাবে GST REG-01 ফর্মের স্টেটাস দেখাবে। কারণ এখন পর্যন্ত শুধুমাত্র পার্ট-এ পূরণ করা হয়েছে, পার্ট-বি পূরণ করা হয়নি। এখানে এই পৃষ্ঠায় ‘অ্যাকশন’ নামে আরেকটি বোতাম থাকবে। তাতে ক্লিক করুন। GST REG-01 ফর্মের পার্ট-বি এখান থেকে শুরু হয়। যাবতীয় তথ্য পূরণের পর ই-মেল ঠিকানায় ওটিপি পাঠানো হবে। একবার ওটিপি ইনপুট হয়ে গেলে, ‘প্রসিড’ বোতামে ক্লিক করুন।

৭. এর ভেরিফিকেশন পর্ব। আধার নম্বর দিতে চাইলে অনলাইন অথেন্টিকেশন অন্যথায় শারীরিক ভাবে ভেরিফিকেশন করাতে হবে।

আরও পড়ুন: এসআইপি-র মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন? এই ভুলগুলি এড়িয়ে চলুন

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.