ভোটের দিন কি বন্ধ থাকবে শেয়ারবাজার? জানুন বিস্তারিত

NSE

২০২৪ সালে, ১৮তম সাধারণ নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোটের দিনগুলোতে দেশীয় শেয়ারবাজারেও প্রভাব পড়তে পারে এবং ভোটগ্রহণের দিন বাজার বন্ধ থাকতে পারে।

সাত দফায় হবে লোকসভা নির্বাচন। ১৯ এপ্রিল ভোট শুরু হবে। দ্বিতীয় দফায় ভোট ২৬ এপ্রিল। তৃতীয় দফায় ভোট ৭ মে। চতুর্থ দফার ভোট হবে ১৩ মে। পঞ্চম দফার ভোট হবে ২০ মে। ষষ্ঠ দফার ভোট হবে ২৫ মে। সপ্তম দফার ভোট হবে ১ জুন। ৪ জুন গণনা হবে।

এর মধ্যে মহারাষ্ট্রে ভোট হতে চলেছে পাঁচ দফায়। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, মহারাষ্ট্রের ভোটের তারিখ ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে এবং ২০ মে। পঞ্চম দফায় ভোট হবে ধুলে, ডিন্ডোরি, নাসিক, ভিওয়ান্ডি, কল্যাণ, থানে, মুম্বই উত্তর, মুম্বই উত্তর পশ্চিম, মুম্বই উত্তর পূর্ব, মুম্বই দক্ষিণ, মুম্বই দক্ষিণ মধ্য, মুম্বই উত্তর মধ্য এবং পালঘরে।

দেশের প্রধান শেয়ার বাজার, বিএসই এবং এনএসই, দুটোই মুম্বই-ভিত্তিক। যেহেতু ২০ মে মুম্বইতে ভোট হতে চলেছে, তাই ওই দিন শেয়ার বাজারে লেনদেন বন্ধ থাকতে পারে। প্রথাগত ভাবে,নির্দিষ্ট এলাকায় ভোটের দিনটিকে সরকারি ছুটি হিসাবে ঘোষণা করে রাজ্য সরকার। যে কারণে, এর আগেও লোকসভা নির্বাচনের ভোটগ্রহণের দিন শেয়ার বাজারে লেনদেন বন্ধ ছিল। ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভোটগ্রহণের দিন বাজার বন্ধ ছিল। তবে এ বার শেয়ারবাজারে এখনও ২০ মে ছুটি ঘোষণা করা হয়নি।

বলে রাখা ভালো, লোকসভা নির্বাচনের আগেও শেয়ার বাজারে বেশ কিছু পূর্বনির্ধারিত ছুটি রয়েছে। যেমন, ২৫ মার্চ বন্ধ থাকবে হোলি উপলক্ষে। এর পর আগামী ২৯ মার্চ গুডফ্রাইডের জন্য শেয়ারবাজার বন্ধ থাকার কথা। এপ্রিল মাসেও দুটি ছুটি রয়েছে। ১১ এপ্রিল রমজান এবং ১৭ এপ্রিল রামনবমীতে বন্ধ থাকবে শেয়ারবাজার। এ ছাড়াও মে মাসের প্রথম দিনে মহারাষ্ট্র দিবস উপলক্ষে বাজারে কোনো লেনদেন হবে না।

আরও পড়ুন: ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগকারীদের জন্য সুখবর, ‌টিডিএস নিয়ে বড় ঘোষণা

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.