কলকাতা: ঋণ মকুবের প্রস্তাব দিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন। ফাঁদে পা দিলেই আর্থিক লোকসান। এ ধরনের বিজ্ঞাপনের বিরুদ্ধে সতর্কতা রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)-র।
আরবিআই বলেছে, কিছু সংস্থা প্রিন্ট মিডিয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে এই জাতীয় বিজ্ঞাপন প্রচার করছে। ঋণ নিয়ে সমস্যায় রয়েছেন, এমন গ্রাহকদেরই তারা নিশানা করছে কোনো অনুমোদন ছাড়াই ‘ঋণ মকুবের শংসাপত্র’ জারি করার জন্য পরিষেবা ফি চার্জ করছে।
আরবিআই জানিয়েছে, “এটাও আমাদের নজরে এসেছে যে নির্দিষ্ট স্থানে, কিছু লোক এ ধরনের প্রচার চালাচ্ছে। এতে ঋণপ্রদানকারী ব্যাঙ্কগুলিকে সমস্যায় পড়তে হচ্ছে। ব্যাঙ্কের কাছে গচ্ছিত সম্পদের উপর অধিকার প্রয়োগে বাধা হয়ে দাঁড়াচ্ছে”।
বিভ্রান্তিকর বিজ্ঞাপনে বলা হচ্ছে, তাদের কাছে গেলে ব্যাঙ্কের বকেয়া পরিশোধ করতে হবে না। এই ধরনের ভুয়ো এবং বিভ্রান্তিকর প্রচার নিয়ে সতর্ক করছে আরবিআই। গ্রাহকদের উদ্দেশে বলা হচ্ছে, এ ধরনের মিথ্যে প্রতিশ্রুতির চক্করে পড়লে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে হবে।
আরবিআই সাফ জানিয়েছে, “এই ধরনের কার্যকলাপ আর্থিক প্রতিষ্ঠানের স্থিতিশীলতা এবং সর্বোপরি, আমানতকারীদের স্বার্থকে ক্ষুন্ন করে। এই ধরনের সংস্থার খপ্পরে পড়লে গ্রাহকের আর্থিক ক্ষতিও হতে পারে”।
আরও পড়ুন: এই নিয়ে টানা পঞ্চম বার! মূল সুদের হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক