সাইবার অপরাধের সংখ্যা এখন অনেকটাই বেড়েছে। ভুয়ো ঋণ নেওয়ার ঘটনাও এখন সাইবার অপরাধের অন্তর্ভুক্ত হয়েছে। মিডিয়া রিপোর্টে প্রকাশ, সাইবার প্রতারকরা অন্য ব্যক্তির নামে ঋণও নেয়। এ ধরনের প্রতারণার সংখ্যাও বাড়ছে।
উদ্বেগের বিষয় এটাই, যে ব্যক্তির নামে ঋণ নেওয়া হচ্ছে, তিনি এ ব্যাপারে কিছুই জানতে পারেন না। কিন্তু শেষমেষ তাঁকেই ঋণের টাকা পরিশোধ করতে হয়। মাঝখান থেকে পকেট ভরে নেয় প্রতারক। ফলে আগাম জেনে রাখা ভালো, আপনার নামে অন্য কেউ ঋণ নিয়েছে কিনা?
আপনার নামে কতগুলি ঋণ নেওয়া হয়েছে তা পরীক্ষা করতে চাইলে আপনি নিজের সিবিল স্কোর থেকে তা যাচাই করতে পারেন। সিবিল স্কোরে, কোনো ব্যক্তির ঋণের যাবতীয় বিবরণ জানা যায়। যদি আপনার নামে কোনো ভুয়ো ঋণ থাকে, তা হলে সেটাও আপনি সিবিল স্কোর চেক করার মাধ্যমে জেনে নিতে পারেন।
কোনো ব্যক্তিকে ঋণ দেওয়ার সময় ব্যাঙ্ক অথবা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান আবেদনকারীর সিবিল স্কোর চেক করে। এতে কোনো ব্যক্তির আর্থিক অবস্থা জেনে নেওয়া যায়। সিবিল স্কোর যত ভালো হয়, ঋণের আবেদন মঞ্জুরও ততটা সহজ হয়ে যায়। এমনকী সিবিল স্কোরের উপর বেশ কিছু ঋণের সুদের হার নির্ভর করতে পারে।
সময়মতো কোনো ঋণ বা ক্রেডিট কার্ড পেমেন্ট না করলে সিবিল স্কোর নষ্ট হয়ে যায়। সিবিল স্কোর খারাপ হলে আপনার নাম খেলাপির তালিকায় যোগ হতে পারে। বলে রাখা ভালো, দেশে একাধিক ক্রেডিট ব্যুরো আছে যেখানে আপনি বিনামূল্যে আপনার ক্রেডিট রিপোর্ট চেক করে নিতে পারেন। সেখান থেকেই জেনে নিতে পারবেন, আপনার নামে কতগুলি ঋণ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, ফোন নম্বর গোপন থাকবে, মিলবে ইউনিক ইউজারনেম