গৃহঋণে সুদের হার বাড়াল আইসিআইসিআই, পিএনবি, বাড়বে ইএমআই

pnb icici

ফের গৃহঋণে (Home loan) সুদের হার বাড়াল দুই ব্যাঙ্ক। বিভিন্ন মেয়াদের প্রান্তিক খরচ-ভিত্তিক ঋণের হার (MCLR) বাড়িয়েছে আইসিআইসিআই ব্য়াঙ্ক (ICICI Bank) এবং পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)। বর্ধিত সুদের হার শুক্রবার (১ সেপ্টেম্বর, ২০২৩) থেকেই কার্যকর।

গৃহঋণে সুদের হার কতটা বাড়ল

ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, বিভিন্ন মেয়াদপূর্তির ঋণে সুদের হার ৫ বেসিস পয়েন্ট (bps) বাড়ানো হয়েছে। বলে রাখা ভালো, এমসিএলআর হল তহবিল ভিত্তিক ঋণের হারের প্রান্তিক ব্যয়, এটাই ন্যূনতম ঋণের হার। এর নীচে কোনো ব্যাঙ্ক গ্রাহককে ঋণ দিতে পারে না।

আইসিআইসিআই ব্যাঙ্ক

১ সেপ্টেম্বর, ২০২৩ থেকে কার্যকর এমসিএলআর
মেয়াদআই-এমসিএলআর
ওভারনাইট৮.৪৫ শতাংশ
এক মাস৮.৪৫ শতাংশ
তিন মাস৮.৫০ শতাংশ
ছয় মাস৮.৮৫ শতাংশ
এক বছর৮.৯৫ শতাংশ

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

এমসিএলআর মেয়াদ১.৮.২০২৩ থেকে কার্যকর১.৯.২০২৩ থেকে কার্যকর
ওভারনাইট৮.১০ শতাংশ৮.১০ শতাংশ
এক মাস৮.২০ শতাংশ৮.২৫ শতাংশ
তিন মাস৮.৩০ শতাংশ৮.৩৫ শতাংশ

আরও পড়ুন: ‘আপনার অ্যাকাউন্ট ক্রেডিট করা হয়েছে…’, প্রতারণার নতুন ছকে পা দিলেই বিপদ

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.