গৃহঋণে উৎসবের অফার, সস্তা সুদের সঙ্গে মিলছে আরও অনেক সুবিধা

home loan

স্বপ্নের ঘরবাড়ি কিনতে গৃহঋণ (Home loan) দিয়ে থাকে প্রায় সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক। এ ছাড়া ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠান (NBFC)-এ গৃহঋণের সুবিধা দেয়। তবে বিভিন্ন জায়গায় শর্ত এবং সুদের হার আলাদা হতে পারে। উৎসবের মরশুমে গৃহঋণে বিশেষ অফার নিয়ে এসেছে ঋণদাতারা। দেখে নেওয়া যাক, বড়ো ব্যাঙ্কগুলিতে এখন কী ধরনের অফার মিলছে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক এসবিআই (SBI) শূন্য প্রসেসিং ফি এবং আকর্ষণীয় সুদের হারে গৃহঋণ দিচ্ছে।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

ন্য়ূনতম ৮.৪০ শতাংশ সুদের হারে হোম লোন দিচ্ছে পিএনবি। গ্রাহকরা শূন্য প্রসেসিং ফি এবং ডকুমেন্টেশন চার্জের সুবিধা নিতে পারেন।

এইচডিএফসি ব্যাঙ্ক

দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক, ৮.৩৫ শতাংশ সুদের হারে গৃহঋণ দিচ্ছে। প্রসেসিং ফিতে ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

ব্যাঙ্ক অফ বরোদা

ব্যাঙ্ক অফ বরোদা (BoB)-র উৎসব গৃহঋণ অফারের অধীনে, ৮.৪০ শতাংশ থেকে শুরু সুদের হার। এ ছাড়া মহিলা আবেদনকারী, স্য়ালারি অ্যাকাউন্ট, ব্যবসায়িক অ্যাকাউন্ট এবং পারিবারিক অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য সুদের হার কম।

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

গৃহঋণের জন্য এই ব্যাঙ্কে এখন সুদের হার ৮.৩০ শতাংশ। ব্যাঙ্কটি শূন্য প্রিপেমেন্ট সুবিধাও অফার করছে।

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৮.৩৫ শতাংশ সুদের হারে গৃহঋণ দিচ্ছে। শূন্য প্রসেসিং চার্জ ছাড়াও কোনো প্রিপেমেন্ট চার্জ নেওয়া হচ্ছে না।

ইন্ডাসইন্ড ব্যাঙ্ক

গ্রাহকরা ৩০ বছরের জন্য পরিশোধের মেয়াদ বেছে নিতে পারেন। এনআরআই গ্রাহকদের জন্যও বিশেষ অফার দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: লেনদেনের দিক থেকে ডেবিট কার্ডের চেয়ে ভালো ক্রেডিট কার্ড! জানুন কেন

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.