এলআইসি (LIC)-র নতুন টেক-টার্ম হল একটি ‘পিওর রিস্ক প্রিমিয়াম লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান’, যা বিমাকারীর দুর্ভাগ্যজনক মৃত্যুর ক্ষেত্রে তাঁর পরিবারকে আর্থিক সুরক্ষা প্রদান করে।
এলআইসি ওয়েবসাইটের তথ্য অনুসারে, মেয়াদি বিমা পলিসিগুলি কর্মরত মানুষের জন্য সবচেয়ে উপযোগী। বিশেষ করে যাঁদের উপর নির্ভরশীল ব্যক্তিরা রয়েছেন। এ ধরনের পলিসি জীবনের অনিশ্চয়তা (মৃত্যু) থেকে বিমাকারীর পরিবারকে আর্থিক নিরাপত্তা প্রদান করে।
এই বিমা পলিসির আওতায় নিয়মিত প্রিমিয়াম প্রদানের মাধ্যমে পলিসির মেয়াদকালে বিমাকারীর অকাল মৃত্যু ঘটলে সুবিধাভোগীদের বিমাকৃত অর্থ প্রদান করা হয়। কিন্তু বিমাকারী যদি পলিসির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত বেঁচে থাকেন, তবে কোনো অর্থ ফেরত পাওয়া যায় না।
এই পলিসি করার জন্য সর্বনিম্ন বয়সের যোগ্যতা ১৬ বছর। এবং সর্বোচ্চ ৬৫ বছর। পলিসির সর্বনিম্ন এবং সর্বোচ্চ মেয়াদ যথাক্রমে ১০ বছর এবং ৪০ বছর। ন্যূনতম বেসিক সাম অ্যাসিউরড হল ৫০ লক্ষ টাকা।
নিয়মিত/সীমিত প্রিমিয়াম পলিসির জন্য কিস্তির পরিমাণ ৩ হাজার টাকা এবং একক প্রিমিয়াম পলিসির জন্য ৩০ হাজার টাকা। নিয়মিত প্রিমিয়ামের পরিমাণ পলিসির মেয়াদের সঙ্গেই গণনা করা হবে। আরও বিশদ তথ্য জানতে এলআইসি ওয়েবসাইট দেখুন: LIC’s New Tech Term (Plan No. 954, UIN – 512N351V01)
আরও পড়ুন: নতুন সম্পত্তি কেনার আগে যে ১০টি প্রাথমিক নথি দেখে নিতে হবে