আইআরসিটিসি ওয়েবসাইট, মোবাইল অ্যাপে কী ভাবে তৎকাল টিকিট বুক করবেন, জানুন সম্পূর্ণ প্রক্রিয়া

train 1

ভারতীয় রেলের অনলাইন টিকিট বুকিং প্ল্যাটফর্ম আইআরসিটিসি (IRCTC)-তে প্রায়শই কনফার্ম ট্রেন টিকিট বা শেষ মুহূর্তের টিকিট পাওয়া বেশ কঠিন। কিন্তু আইআরসিটিসি যাত্রীদের জন্য একটি তৎকাল রিজার্ভেশন সিস্টেমের সুবিধা দিয়ে থাকে। যাঁরা জরুরি কাজে বা শেষ মুহূর্তে ট্রেনের কনফার্ম টিকিট কাটবেন, তাঁদের জন্য এই সুবিধা বেশ কার্যকরী।

আইআরসিটিসি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে তৎকাল টিকিট (tatkal ticket) বুক করা যেতে পারে, তবে অত্যধিক চাহিদা এবং সীমিত সংখ্যক টিকিটের কারণে বুকিং প্রক্রিয়াটি মোটেই সহজ নয়। তবুও শেষ মুহূর্তে টিকিট বুকিংয়ের জন্য এই পদ্ধতি বেছে নেন অনেকেই। চলুন, জেনে নেওয়া যাক আইআরসিটিসি-তে কী ভাবে তৎকাল টিকিট বুক করা যায়।

১. তৎকাল টিকিট বুক করার জন্য আইআরসিটিসি-তে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। এটা আইআরসিটিসি ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপে তৈরি করা যায়। এর জন্য প্রয়োজন আপনার নাম, মোবাইল নম্বর, ই-মেল আইডি এবং ঠিকানার মতো দরকারি তথ্যগুলি।

২. তৎকাল টিকিট বুক করার আগে নিজের সফরের নির্দিষ্ট এবং স্পষ্ট ধারণা থাকতে হবে। অৰ্থাৎ, কোন স্টেশন থেকে ট্রেনে উঠবেন, কোথায় নামবেন, কোন ট্রেন, কোন শ্রেণি ইত্যাদি।

৩. তৎকাল টিকিট বুক করার জন্য আইআরসিটিসি ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপে নিজের অ্যাকাউন্ট লগ-ইন করুন।

৪. ‘বুকিং’ ট্যাবে ক্লিক করে ‘তৎকাল’ সিলেক্ট করুন। এখানে সফরের তারিখ, ট্রেন নম্বর, কোথা থেকে উঠবেন এবং কোথায় নামবেন, শ্রেণি ইত্যাদি তথ্যগুলি দিন।

৫. এর পর ‘সার্চ’ অপশনে ক্লিক করুন।

৬. তৎকাল টিকিট শুধুমাত্র একটি সীমিত সময় এবং কোটার জন্য পাওয়া যায়। তৎকাল বুকিং উইন্ডোটি সফরের তারিখের একদিন আগে খোলে এবং এসি ক্লাসের জন্য সকাল ১০টা এবং নন-এসি ক্লাসের জন্য ১১টা থেকে বুকিং শুরু হয়। এখানে আপনার পছন্দসই ট্রেন এবং ক্লাসের জন্য তৎকাল টিকিটের প্রাপ্যতা যাচাই করুন।

৭. ট্রেন, শ্রেণি, যাত্রীর বিশদ বিবরণ যেমন নাম, বয়স, লিঙ্গ, পরিচয় পত্রের তথ্য দিন।

৮. তথ্যগুলি দেওয়ার পর পেমেন্ট করতে হবে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং এবং মোবাইল ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করা যায়। নিজের সুবিধা মতো মোড সিলেক্ট করে নিন।

৯. পেমেন্ট হয়ে গেলে টিকিট কনফার্ম হওয়ার মেসেজ পাবেন। টিকিটের বিবরণ এবং পিএনআর নম্বরও পেয়ে যাবেন। ই-টিকিট ডাউনলোড করে নিন অথবা পরবর্তীতে কাজে লাগার জন্য প্রিন্ট আউট করে নিতে পারেন।

আরও পড়ুন: মিউচুয়াল ফান্ড কী? জানুন কত রকমের

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.