নতুন কোনো সম্পত্তি কেনার কথা ভাবছেন? সে হতে পারে, জমি-বাড়ি অথবা ফ্ল্যাট। তা হলে অবশ্যই প্রাথমিক কিছু নথি যাচাই করে নেবেন। নীচে রইল তালিকা-
১. সেল ডিড
২. টাইটেল ডিড
৩. অনুমোদিত বিল্ডিং প্ল্যান
৪. নতুন নির্মাণ হলে কমপ্লিশন সার্টিফিকেট
৫. নির্মীয়মান সম্পত্তি হলে কমেন্সমেন্ট সার্টিফিকেট
৬. কৃষিজমি যদি বাস্তুজমিতে রূপান্তরিত হয় তা হলে কনভারসন সার্টিফিকেট
৭. দায়বদ্ধতা শংসাপত্র
৮. সর্বশেষ করের রসিদ
৯. খাজনার রসিদ
১০.অকুপেন্সি সার্টিফিকেট
মনে রাখবেন, সম্পত্তি কেনার বিষয়টি মোটেই সরল প্রক্রিয়া নয়। এখন জমির রেকর্ড-সহ বেশ কিছু তথ্য ডিজিটাইজ করায় অনলাইনে সেগুলি যাচাই করে নেওয়া যায়। তবুও জালিয়াতি যে শুধুমাত্র এ ভাবেই রোধ করা যাবে তা নয়। ফলে সম্পত্তি কেনার সময় নথিগুলি ভালো করে পরীক্ষা করে নেওয়া উচিত। নথি সঠিক হলে কেনার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।
আরও পড়ুন: প্রথম বার গৃহঋণ নিচ্ছেন? এখানে দেখে নিন ১০টি ব্যাঙ্কের সস্তা সুদের হার