আপনি কি এই প্রথম বার গৃহঋণ (home loan) নিতে চলেছেন? তা হলে আপনার জেনে রাখা দরকার যে গৃহঋণে এখন সুদের হার এক বছর আগের তুলনায় বেশি। এ ছাড়া, আপনার আয় এবং ঋণ পরিশোধের ক্ষমতা আপনার ঋণ পাওয়ার যোগ্যতা নির্ধারণে প্রধান কারণ হিসেবে বিবেচিত হবে।
সুদের হারে ফারাক
কোনো ব্যাঙ্ক গৃহঋণ দেওয়ার সময় আপনার ক্রেডিট স্কোর যাচাই করে নেবে। এর উপর পরিবর্তিত হবে সুদের হার। এ ছাড়া ঋণ হিসেবে কত টাকা নিচ্ছেন, ঋণ পরিশোধের মেয়াদের উপরেও নির্ভর করবে সুদের হার।
ঋণ পেতে বিবেচ্য
ঋণ দেওয়ার সময় আপনার ব্যক্তিগত কিছু বিষয় বিবেচনা করবে ব্যাঙ্ক। যেমন আপনার বয়স, যোগ্যতা, আপনার নির্ভরশীলদের সংখ্যা, আপনার স্ত্রীর আয় (যদি থাকে), আপনার সম্পদ এবং দায়, আপনার সঞ্চয়ের ইতিহাস এবং আপনার কর্মক্ষেত্রের নিরাপত্তা ইত্যাদি।
কয়েকটি ব্যাঙ্কের সস্তা সুদের হার
ইন্ডাসইন্ড ব্যাঙ্ক: সর্বনিম্ন- ৮.৪ শতাংশ, সর্বোচ্চ- ৯.৭৫ শতাংশ
ইন্ডিয়ান ব্যাঙ্ক: সর্বনিম্ন- ৮.৪৫ শতাংশ, সর্বোচ্চ- ৯.১ শতাংশ
এইচডিএফসি ব্যাঙ্ক: সর্বনিম্ন- ৮.৪৫ শতাংশ, সর্বোচ্চ- ৯.৮৫ শতাংশ
ইউকো ব্যাঙ্ক: সর্বনিম্ন- ৮.৪৫ শতাংশ, সর্বোচ্চ- ১০.৩ শতাংশ
ব্যাঙ্ক অব বরোদা: সর্বনিম্ন- ৮.৫ শতাংশ, সর্বোচ্চ- ১০.৫ শতাংশ
ব্যাঙ্ক অব মহারাষ্ট্র: সর্বনিম্ন- ৮.৬ শতাংশ, সর্বোচ্চ- ১০.৩ শতাংশ
ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া: সর্বনিম্ন- ৮.৭৫ শতাংশ, সর্বোচ্চ- ১০.৫ শতাংশ
আইডিবিআই ব্যাঙ্ক: সর্বনিম্ন- ৮.৭৫ শতাংশ, সর্বোচ্চ- ১০.৭৫ শতাংশ
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক: সর্বনিম্ন- ৮.৮ শতাংশ, সর্বোচ্চ- ৯.৪৫ শতাংশ
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক: সর্বনিম্ন- ৮.৮৫ শতাংশ, সর্বোচ্চ- ৯.৩৫ শতাংশ
আরও পড়ুন: টাকা তুলতে গিয়ে এটিএমে কার্ড আটকে গেছে? সময় নষ্ট না করে সতর্ক হয়ে যান
Discover more from banglabiz
Subscribe to get the latest posts sent to your email.