বিবি ডেস্ক : জমা সোনা বিক্রি বা ট্রেডিং করেনি বলে স্পষ্ট করে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। কয়েকদিন আগেই এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল জমা সোনা বিক্রি করে দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক।
এই প্রতিবেদনকে ভুল বলে রবিবার টুইট করে জানিয়েছে দেশের শীর্ষ ব্যাঙ্ক। তাদের দাবি, ‘‘ আন্তর্জাতিক বাজারে সোনা দাম এবং বিক্রয় মূল্যে সাপ্তাহিক ওঠা নামার কারণে পারিসংখ্যানে অদলবদল হয়েছিল।’’
ইকোনমিক্স টাইমস এক প্রতিবদেন জানিয়েছে, RBI তার সঞ্চয় থেকে সোনা বিক্রি করছে। কেনা দামে থেকে অনেক কম দামে সোনা বিক্রি করা হয়েছে বলে প্রতিবেদন জানিয়েছিল সংবাদপত্রটি।
৫.১ বিলিয়ন ডলারে কেনা সোনা বিক্রি করা হয়েছে ১.১৫ডলারে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। ১১ অক্টোবরের হিসাব অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্কে জমা সোনার মূল্য ২৬.৭ বিলিয়ন ডলার।