আরও নীচে নামবে দেশের আর্থিক বৃদ্ধি? আশঙ্কা কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টার কথায়
এক সময়ে মনে করা হচ্ছিল দেশের আর্থিক বৃদ্ধি (Economic Growth) হবে হবে সাড়ে ৮ শতাংশ। সেখান থেকে বার তিনেক ছাঁটার পরে রিজ়ার্ভ ব্যাঙ্কের (Reserve Bank Of India) অনুমান, দেশের জিডিপি (GDP) বাড়বে ৬.৮ শতাংশ হারে। সেই হারও কমবে বলে এ বার আশঙ্কা প্রকাশ করলেন কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা (Chief Economic Advisor) ভি অনন্ত নাগেশ্বরন (V. Anantha Nageswaran)। তাঁর মতে, দেশের আর্থিক বৃদ্ধি আটকে যেতে পারে ৬.৫ শতাংশের ঘরেই।
কী বলছেন নাগেশ্বরন
সোমবার বণিকসভা মার্চেন্টস চেম্বারের সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা (Chief Economic Advisor)। সেখানে তিনি বলেন, ‘‘বাস্তব অবস্থার নিরিখে মাঝারি মেয়াদে ভারতের আর্থিক বৃদ্ধি (Economic Growth) ৬.৫ শতাংশ হতে পারে।’’ উদ্বেগ বাড়িয়ে তাঁর আরও দাবি, বেসরকারি লগ্নি না বাড়ল...