বিবি ডেস্ক : গাড়িশিল্পে মন্দার বাজার কিছুটা আশার আলো দেখালো লাক্সারি গাড়ি মার্সিডিজ বেঞ্জ। ধনতেরাস উপলক্ষ্যে গত সপ্তাহে ৬০০ গাড়ি বিক্রি করেছে সংস্থাটি। এর অর্ধেক বিক্রি হয়েছে দিল্লি-এনসিআর এলাকায়।
সংস্থাটি জানিয়েছে, দিল্লি ছাড়াও কলকাতা, পঞ্জাব, মুম্বই, পুণে এবং গুজরাতেও থেকে গাড়ির চাহিদা এসেছে।
মার্সিটিজ বেঞ্জ ভারত-এর ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ মার্টিন চ্যাঙ্ক জানিয়েছেন, ‘‘ উৎসবের মরসুমে এই বিক্রি সন্তোষজন, বাজার জুড়ে আমাদের পণ্যের চাহিদা দেখে আনন্দিত।’’
ধনতেরাস এবং নবরাত্রিতে মার্সিডিজ বেঞ্জ মুম্বই এবং গুজরাতে ২০০ গাড়ি সরবরাহ করেছে।
একই সঙ্গে জার্মান গাড়ি নির্মাণ সংস্থাটি SUV GLE-এরও বুকিং শুরু করেছে। এর চাহিদাও অভুতপূর্ব বলে মার্সিডিজ বেঞ্জ জানিয়েছে। ইতিমধ্যে স্টকে থাকা সমস্ত গাড়ি বুক হয়ে গিয়েছে।
এখনও পর্যন্ত ১৩,০০০ GLE বিক্রি করতে পেরেছে সংস্থাটি।